Beta
বৃহস্পতিবার, ৯ জানুয়ারি, ২০২৫
Beta
বৃহস্পতিবার, ৯ জানুয়ারি, ২০২৫

অ্যানিমেশন মুভির দখলে ২০২৪: বছর শেষে মুখোমুখি ‘সনিক’ ও ‘মুফাসা’

সনিক দ্য হেজহগ, মুফাসা দ্য লায়ন কিং
[publishpress_authors_box]

শেষ হতে চলা ২০২৪ সালে অ্যানিমেশন মুভির দখলে ছিল হলিউডের বক্স অফিস। আয়ের তালিকার একদম উপরে রয়েছে ইনসাইড আউট টু । এছাড়াও সবচেয়ে ব্যবসা সফল সিনেমার তালিকায় স্থান পেয়েছে ডেসপেকিবল মি ফোর এবং মোয়ানা টু

বছরের একদম শেষেও এসেও দর্শকের মন এবং বক্স অফিসের দখলে দুই অ্যানিমেশন মুভি — সনিক দ্য হেজহগ থ্রি এবং মুফাসা: দ্য লায়ন কিং । মুক্তিও পেয়েছে একই দিনে — ২০ ডিসেম্বর।

তবে এগিয়ে আছে এখন পর্যন্ত প্যারামাউন্ট পিকচার্সের সনিক । ডেডলাইনের প্রতিবেদন অনুসারে, প্রথম সপ্তাহে যুক্তরাষ্ট্রে সিনেমাটি তুলে নিয়েছে ৮ কোটি ৮০ লাখ ডলার। যা প্যারামাউন্টের সাড়ে ৫ কোটি ডলার অনুমানকে ছাড়িয়ে গিয়েছে।

এদিকে ডিজনির মুফাসা এর প্রথম সপ্তাহের আয় ৭ কোটি ৬ লাখ ডলারের কিছু বেশি যা প্রযোজনা প্রতিষ্ঠানের অনুমানের ৫ কোটি ডলারের বেশিই; তবে সিনেমার পেছনে খরচের অংকটা বেশ বড়সড়— ২০ কোটি ডলার। এছাড়াও ডিজনি আরও ১০ কোটি ডলার খরচ করেছে প্রচারণায়। এখন দেখার বিষয় ৩০ কোটি ডলারের সিনেমাটি কতটা ব্যবসা সফল হয়।

হলিউডের ক্ষেত্রে বলা হয়, ডিসেম্বরে সাধারণত খুব বড় সিনেমা না হলে বক্স অফিসে বড় ওপেনিং অর্থাৎ প্রথম সপ্তাহে বেশি আয় হয় না। কিন্তু কম বাজেটের সিনেমা দিয়ে আবার বড়দিনের ছুটিরর আগে ভালো ব্যবসা হয়।

সনিক দ্য হেজহগ থ্রি এর ব্যাপারটা তেমনই। আর মুফাসা: দ্য লায়ন কিং নিয়ে দর্শকদের প্রতিক্রিয়া মিশ্র। এছাড়া ডিজনি বিভিন্ন দেশের জন্য সেখানকার স্থানীয় তারকাদের দিয়ে ডাবিং করানোর কারণে খরচও বেড়ে গেছে।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত