শুরুটা হবে প্রতিপক্ষদের গুঁড়িয়ে। মনে হবে তারা তুমুল ফেবারিট। এরপর যখনই নকআউট, তখন চাপে ভেঙে পড়ে বিদায় দক্ষিণ আফ্রিকার! বারবার একই ব্যর্থতায় তাদের নামই হয়ে গেছে ‘চোকার্স’।
বিশ্বকাপ নকআউটে দক্ষিণ আফ্রিকা
ওয়ানডে
১৯৯২ : সেমিফাইনালে ইংল্যান্ডের কাছে হার
১৯৯৬ : কো.ফাইনালে পাকিস্তানের কাছে হার
১৯৯৯ : সেমিফাইনালে অস্ট্রেলিয়ার সঙ্গে টাই, এরপর বিদায়
২০০৭ : সেমিফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হার
২০১১ : কো.ফাইনালে নিউজিল্যান্ডের কাছে হার
২০১৫ : কো.ফাইনালে শ্রীলঙ্কার সঙ্গে জয়
২০১৫ : সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে হার
২০২৩ : সেমিফাইনালে ভারতের কাছে হার
টি-টোয়েন্টি
২০০৯ : সেমিফাইনালে পাকিস্তানের কাছে হার
২০১৪ : সেমিফাইনালে ভারতের কাছে হার
এর আগে ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে বিশ্বকাপে ১০টি নকআউট ম্যাচ খেলেছে দক্ষিণ আফ্রিকা। হেরেছে এর ৮টি, টাই ১টি আর জয় ১টি। ১৯৯৯ সালের ওয়ানডে বিশ্বকাপে অস্ট্রেলিয়ার সঙ্গে টাই হলেও নিয়মের গ্যাঁড়াকলে বিদায় নিতে হয় প্রোটিয়াদের।
নকআউটে তাদের জয় একটিই। ২০১৫ ওয়ানডে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে শ্রীলঙ্কার বিপক্ষে।
টি-টোয়েন্টি বিশ্বকাপে দুবার সেমিফাইনাল খেলেছে তারা। ২০০৯ সালে পাকিস্তান আর ২০১৪তে হেরেছে ভারতের কাছে। কাল আরেকটি সেমিফাইনালে মুখোমুখি এশিয়ার অপর দল আফগানিস্তানের। কোনও বিশ্বকাপে প্রথমবার ফাইনাল খেলার কীর্তি গড়তে পারবে কী প্রোটিয়ারা?