Beta
মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪
Beta
মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪

‘মনোবিদ’ ক্রিকেটারের আসা হচ্ছে না বাংলাদেশে

বাংলাদেশ সফর থেকে ছিটকে গেলেন নান্দ্রে বার্গার। ছবি : এক্স
বাংলাদেশ সফর থেকে ছিটকে গেলেন নান্দ্রে বার্গার। ছবি : এক্স
Picture of ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

[publishpress_authors_box]

টেনিস, স্কোয়াশ, রাগবি খেলতেন নান্দ্রে বার্গার। ১৫ বছর বয়সে দক্ষিণ আফ্রিকার সেরা টেনিস প্রতিভাবানদের একজন ভাবা হতো তাকে। ১৭ বছর বয়সে খেলেছেন দেশটির জাতীয় স্কোয়াশ চ্যাম্পিয়নশিপেও। তবে ইনজুরির কারণে ছাড়তে হয় খেলাগুলো।

তখনই সুযোগ আসে ডব্লিউআইটিএস বিশ্ববিদ্যালয়ে মনোবিজ্ঞান নিয়ে স্কলারশিপের। শর্ত ছিল ক্রিকেট খেলতে হবে। সুযোগটা নিয়ে ক্রিকেটে নাম লিখিয়ে ফেলেন নান্দ্রে বার্গার।

বাঁ হাতি এই ফাস্ট বোলার শুরুতে বল করতেন ঘণ্টায় ১২৫ কিলোমিটার গতিতে। ক্রিকেট নিয়ে তেমন স্বপ্ন না দেখে পড়াশোনাতেই বেশি মনোযোগ দিয়েছিলেন এজন্য। তবে অভূতপূর্ব উন্নতি করায় ২০১৬-১৭ মৌসুমে কেপটাউনের দল কেপ কোবরা খেলার প্রস্তাব দেয় তাকে। তখন মনোবিজ্ঞানের ডিগ্রি অর্জন থেকে মাত্র ৬ মাস দূরে ছিলেন। শেষ পর্যন্ত বার্গার বেছে নেন কেপ কোবরার চুক্তি।

ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে আলো ছড়িয়ে জাতীয় দলে ডাক পান নান্দ্রে বার্গার। গত আইপিএলে খেলেছেন রাজস্থানের হয়ে। ছিলেন এই মাসে বাংলাদেশ সফরে দুই টেস্টের দলেও। তবে ইনজুরির জন্য ছিটকে গেলেন এই ‘মনোবিদ’ ক্রিকেটার।

আরব আমিরাতে আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডের আগে চোট ধরা পরে বার্গারের। এক বিবৃতিতে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড জানিয়েছে, পিঠের অস্বস্তির পর স্ক্যান করানো হয়েছে বার্গারের। চোট ধরা পড়ায় ফেরত পাঠানো হচ্ছে দেশে। সেখানেই তার চোট পুনর্বাসনের কাজ চলবে।

 আয়ারল্যান্ড সিরিজের পাশাপাশি তাই বাংলাদেশ সফরে আসা হবে না এই পেসারের। বাংলাদেশ সফরের জন্য বার্গারের বদলি খেলোয়াড়ের নাম দ্রুতই জানাবে দক্ষিণ আফ্রিকা।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত