Beta
শনিবার, ৪ জানুয়ারি, ২০২৫
Beta
শনিবার, ৪ জানুয়ারি, ২০২৫

পাকিস্তানকে ধসিয়ে দিয়েও স্বস্তিতে নেই দক্ষিণ আফ্রিকা

দক্ষিণ আফ্রিকার উইকেট উদযাপন। ছবি: এক্স
দক্ষিণ আফ্রিকার উইকেট উদযাপন। ছবি: এক্স
[publishpress_authors_box]

সেঞ্চুরিয়নে পাকিস্তানের সঙ্গে যেমনটা হয়, এবারও ব্যতিক্রম হয়নি। দক্ষিণ আফ্রিকার পেস ঝড়ে এলোমেলো পাকিস্তান। অভিষিক্ত করবিন বশ ও ড্যান প্যাটারসনের তোপে মাত্র দুই সেশনের মতো টিকতে পেরেছে সফরকারীরা। বক্সিং ডে টেস্টে পাকিস্তানকে ধসিয়ে দিয়েও অবশ্য স্বস্তিতে নেই দক্ষিণ আফ্রিকা। ব্যাটিং নেমে তারাও ধুঁকছে।

বৃহস্পতিবার শুরু হয়েছে সেঞ্চুরিয়ন টেস্ট। এই মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বরাবরই পরীক্ষায় বসে পাকিস্তান। এবারও প্রথম বল থেকে সংগ্রাম করেছে তারা। কাগিসো রাবাদা ও মার্কো ইয়ানসেন উইকেটটাই শুধু পাননি, এই পেস জুটির সামনে নাকানিচুবানি খেয়েছেন পাকিস্তানের দুই ওপেনার সাইম আয়ুব ও শান মাসুদ। এরপর বশ ও প্যাটারসনের তোপে ২১১ রানে অলআউট হয় সফরকারীরা। ব্যাটিংয়ে নেমে প্রোটিয়ারা দিন শেষ করেছে ৩ উইকেটে ৮২ রানে।

অভিষেকেই আলো ছড়িয়েছেন করবিন বশ। ছবি: এক্স

পাকিস্তানের ইনিংসে বলার মতো পারফরম্যান্স শুধু কামরান গুলামের। সতীর্থদের ব্যর্থতার মাঝে হাফসেঞ্চুরি পেয়েছেন তিনি। ৭১ বলে ৮ বাউন্ডারি ও ১ ছক্কায় করেন ৫৪ রান। লোয়ার মিডল অর্ডারে আমের জামাল ২৮ রান করায় ২০০ পেরোয় পাকিস্তানের স্কোর। দুই টেস্ট পর একাদশে ফেরা সুখকর হয়নি বাবর আজমের। সাবেক অধিনায়ক আউট মাত্র ৪ রানে।

পাকিস্তানকে অল্প রানে আটকে রাখার পথে দুর্দান্ত বল করেছেন প্যাটারসন। টেস্ট ক্যারিয়ারে দ্বিতীয়বার ৫ উইকেট নিয়েছেন তিনি। এই পেসার ৬১ রানে পেয়েছেন ৫ উইকেট। অন্যদিকে স্বপ্নের মতো অভিষেক হয়েছে বশের। টেস্ট ক্যারিয়ারের প্রথম বলেই উইকেট পেয়েছেন তিনি, ফিরিয়েছেন পাকিস্তান অধিনায়ক শান মাসুদকে। শেষ পর্যন্ত ৩০ পেরোনো এই পেসার ৬৩ রান খরচায় নেন ৪ উইকেট।

পাকিস্তানের পেসাররাও কম যাননি। ধসিয়ে দিয়েছেন প্রোটিয়াদের টপ অর্ডার। মাত্র ২ রান করে বিদায় নেন টনি ডি জর্জি। ৮ রান করেছেন রিয়ান রিকেলটন। মাত্র ২৪ রানে ২ উইকেট হারানো প্রোটিয়াদের টেনে তোলার চেষ্টা করেও ব্যর্থ হন ট্রিস্টান স্টাবস। ২৮ বলে করেন ৯ রান। তাতে ৬৬ রানে ৩ উইকেট হারায় স্বাগতিকরা।

সতীর্থদের ব্যর্থতার মাঝে বুক চিতিয়ে লড়াই করে যাচ্ছেন এইডেন মারক্রাম। ওপেনিংয়ে নেমে দিনশেষে তিনি অপরাজিত ৪৭ রানে। তার সঙ্গে দ্বিতীয় দিনের খেলা শুরু করবেন ৪ রানে অপরাজিত থাকা অধিনায়ক তেম্বা বাভুমা।

পাকিস্তানের খুররাম শাহজাদ ২৮ রানে নেন ২ উইকেট। অন্য উইকেটটি মোহাম্মদ আব্বাসের।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত