Beta
বুধবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৫
Beta
বুধবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৫

চট্টগ্রামে কনটেন্ট ক্রিয়েটরদের জন্য বিশেষ সেশন

content-creators
[publishpress_authors_box]

চট্টগ্রামের কনটেন্ট ক্রিয়েটরদের জন্য শনিবার (৯ নভেম্বর) একটি বিশেষ সেশন অনুষ্ঠিত হয়েছে, যেখানে দেশের শীর্ষস্থানীয় কনটেন্ট ক্রিয়েটররা অংশ নেন।

Legit Banda ও Umbrella-এর আয়োজনে চট্টগ্রামের ক্রিয়েটরস হাবে আয়োজিত এই ক্লোজড-ডোর ইভেন্টটি ছিল একটি ব্যতিক্রমী গেট-টুগেদার, যেখানে চট্টগ্রামের ৫০ জন প্রতিষ্ঠিত কনটেন্ট ক্রিয়েটর অংশগ্রহণ করেন।

এই সেশনের উদ্দেশ্য ছিল কনটেন্ট ক্রিয়েটরদের মধ্যে নেটওয়ার্কিং বৃদ্ধি, ক্রিয়েটিভিটি শেয়ার করা এবং সোশাল মিডিয়ায় সফল হওয়ার কৌশল নিয়ে আলোচনা করা।

ঢাকা থেকে আসা জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সিহাব হোসেন নিয়ন, আমিন হান্নান ও মুকিত জাকারিয়া এই সেশনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

প্রথম সেশনে সিহাব হোসেন নিয়ন ‘ইন্টারন্যাশনাল কনটেন্ট ক্রিয়েটর হওয়ার রেসিপি’ নিয়ে আলোচনা করেন। তার সেশনে আন্তর্জাতিক পর্যায়ে নিজের পরিচিতি অর্জন করতে কনটেন্ট ক্রিয়েটরদের কী কী কৌশল অবলম্বন করা প্রয়োজন তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

দ্বিতীয় সেশনে আমিন হান্নান ‘কনটেন্ট ক্রিয়েশন থেকে রেভিনিউ জেনারেশন’ বিষয় নিয়ে কথা বলেন এবং কীভাবে সোশাল মিডিয়া প্ল্যাটফর্মে কনটেন্ট থেকে আয় করা সম্ভব, সে বিষয়ে দিকনির্দেশনা দেন।

তৃতীয় সেশনে মুকিত জাকারিয়া ‘দুই সময়ের কনটেন্ট: পার্থক্য এবং পরিবর্তন’ বিষয়ে আলোচনা করে বর্তমান ডিজিটাল যুগে কনটেন্টের পরিবর্তনের দিকে আলোকপাত করেন।

এছাড়াও একটি প্যানেল ডিসকাশনে দেশের শীর্ষ কনটেন্ট ক্রিয়েটররা অংশ নেন, যেখানে তারা ইনফ্লুয়েন্সারদের কাজের মান উন্নয়ন এবং ডিজিটাল মিডিয়ায় কনটেন্টের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করেন। এই সেশনে উপস্থিত ছিলেন Opu TheSpider, Choto Diary a.k.a Saif Waheed, Munmuni Chakma Moon, Shipon, Sama Islam, Mehedi Hasan Sakil, এবং Fahim Shahriar-সহ অনেকে।

এই প্রোগ্রামে চট্টগ্রামে কনটেন্ট ক্রিয়েশনের পথিকৃৎ ফাহাদ লোকমান হাজারো মাইল দূর থেকে এই আয়োজনকে শুভকামনা জানিয়েছেন। অন্যদিকে আয়মান সাদিক এবং মুনজেরিন শহিদ সরাসরি চট্টগ্রাম যেতে না পারলেও সেশন প্ল্যানিং এবং কনটেন্ট ডেভেলপমেন্ট নিয়ে পরামর্শ প্রদান করেছেন।

আয়োজকরা বলছেন, চট্টগ্রামে বিশেষ এই সেশন কনটেন্ট ক্রিয়েটরদের জন্য নতুন দিগন্ত উন্মোচন করেছে এবং কনটেন্ট ক্রিয়েশন ও ডিজিটাল মার্কেটিংয়ের ক্ষেত্রে নতুন সম্ভাবনা সৃষ্টি করবে।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত