স্পাইডার-ম্যান খ্যাত অভিনেতা টম হল্যান্ড আর সেই সিনেমাতেই তার নায়িকা অভিনেত্রী জেন্ডায়ার প্রেমের গুঞ্জন চলছে অনেক দিন ধরেই।
দুইজনের কেউই কখনও এই ব্যাপারে কিছু বলেননি তবে রোববার গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসের রেড কার্পেটে ডুন খ্যাত জেন্ডায়ার অনামিকায় ঝলমলে হিরের আংটি সবার চোখে পড়ার পর শুরু হয়ে যায় জল্পনা-কল্পনা।
কোন আনুষ্ঠানিক ঘোষনা না হলেও, পিপল ম্যাগাজিন জানাচ্ছে এই দুই তারকা নিজেদের ঘনিষ্ঠ আত্মীয় ও বন্ধুদের উপস্থিতিতে বাগদান পর্ব সম্পন্ন করেছেন।
সেলিব্রেটি নিউজ সাইট টিএমজেড বলছে বড়দিন ও নতুন বছরের মাঝামাঝি কোনো একটি দিনে এই দম্পতি জেন্ডায়ার বাড়িতে পারিবারিক এক অনুষ্ঠানের মাধ্যমে বাগদান সারেন। তবে খুব সহসাই বিয়েটা হচ্ছে না।
টম হল্যান্ডের ঘনিষ্ঠ মানুষদের বরাতে পিপল ম্যাগাজিন জানিয়েছে বাগদানের পরবর্তী সময়টি তারা নিজেদের মতো করে উপভোগ করবেন। এরপর নিজেদের সিনেমার কাজ নিয়ে ব্যস্ত থাকবেন। তারপরই আনুষ্ঠানিকভাবে বিয়ের খবর সবাইকে জানাবেন।
২০১৭ সালে স্পাইডার-ম্যান : হোমকামিং মুক্তির পর থেকেই এই জুটির মন দেয়া-নেয়ার কথা শোনা গেলেও তারা নিজেরা কখনোই এ বিষয়ে কথা বলেননি। তবে বিভিন্ন অনুষ্ঠানে তাদের একসাথে হাজির হওয়ার বিষয়টি সবাইকে নিশ্চিত করে যে, ভালোবাসার সম্পর্কে আছেন তারা।