Beta
মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫
Beta
মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫

শেখ হাসিনাকে ফেরত আনতে ঐক্যবদ্ধ থাকুন : প্রেস সচিব

কুষ্টিয়ার ইসলামি বিশ্ববিদ্যালয়ে আয়োজিত সেমিনারে শফিকুল আলম। ছবি : বাসস
কুষ্টিয়ার ইসলামি বিশ্ববিদ্যালয়ে আয়োজিত সেমিনারে শফিকুল আলম। ছবি : বাসস
[publishpress_authors_box]

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করতে হলে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে বলে মনে করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

তিনি বলেন, “আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, তাহলে হাসিনাক ফিরিয়ে আনতে এবং তাকে আইনের আওতায় আনতে সক্ষম হবো।”

শনিবার কুষ্টিয়ার ইসলামি বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে আয়োজিত এক সেমিনারে এসব কথা বলেন তিনি। ‘জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা ও গণমাধ্যম’ শীর্ষক এই সেমিনারের আয়োজন করেছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন ও বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (ইবিসাস)।

বিচার ও জবাবদিহিতা নিশ্চিতে গুম, খুন, গণহত্যার বিচারের কাজ চলমান বলেও জানান প্রেস সচিব।

তিনি বলেন, “শেখ হাসিনা যেভাবে তার বাবার খুনিদের খুঁজে-খুঁজে দেশে এনেছে, আমরাও সেভাবে জুলাই আন্দোলনের খুনিদের দেশে এনে বিচারের মুখোমুখি করব।”

বিশ্ববিদ্যালয়য়ের শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্দেশে প্রেস সচিব বলেন, “দেশের ভাবমূর্তি প্রকাশ করার বিষয়টি লক্ষ্য রাখতে হবে। নতুন বাংলাদেশ গড়তে সংস্কার কমিশনের মাধ্যমে আকাঙ্ক্ষা পূরণ হচ্ছে। জুলাই আন্দোলনের ফসল কমিশনের রিপোর্ট। আপনারা এগুলো পড়ুন ও ক্যাম্পাসে এসব নিয়ে বিতর্ক করুন।”

বিশ্ববিদ্যালয়ের কমিউনিকেশন অ্যান্ড মাল্টিমিডিয়া জার্নালিজম বিভাগের সভাপতি অধ্যাপক ড. রশিদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত