অ্যাডিলেডের পর মেলবোর্নেও সেঞ্চুরি করলেন স্টিভেন স্মিথ। তার টানা দ্বিতীয় সেঞ্চুরিতে বক্সিং ডে টেস্টে রান পাহাড়ে অস্ট্রেলিয়া। ৬ উইকেটে ৩১১ রান নিয়ে প্রথম দিন শেষ করা অস্ট্রেলিয়া আজ (শুক্রবার) দ্বিতীয় দিন অলআউট হয়েছে ৪৭৪ রানে।
স্মিথ প্রথম দিন অপরাজিত ছিলেন ৬৮ রানে। আজ বাকি চার উইকেটে অস্ট্রেলিয়া যোগ করে ১৬৩ রান, এর ৭২-এই স্মিথের। ভারতের বিপক্ষে সবচেয়ে বেশি ১১ টেস্ট সেঞ্চুরির রেকর্ডও গড়েছেন স্মিথ। ৫৩ ইনিংসে ১০ সেঞ্চুরি নিয়ে আগের রেকর্ডটি ছিল ইংল্যান্ডের জো রুটের। স্মিথ ৪৩ ইনিংসে ছাড়িয়ে গেছেন তাকে।
টেস্ট ক্যারিয়ারে ১১৩ ম্যাচে এটা স্মিথের ৩৪তম সেঞ্চুরি। সমান ৩৪টি করে সেঞ্চুরি আছে কিংবদন্তি ইউনিস খান, ব্রায়ান লারা, সুনীল গাভাস্কার ও মাহেলা জয়াবর্ধনের। ইউনিস খেলেছেন ১১৮ টেস্ট, লারা ১৩১, গাভাস্কার ১২৫ আর জয়াবর্ধনে ১৪৯টি।
শেষ পর্যন্ত স্মিথ ১৪০ রানে আকাশ দীপের বলে বোল্ড হন অদ্ভুতভাবে। বল তার ব্যাটে লেগে পায়ের নিচের অংশে আঘাত হেনে এক, দুই, তিন ড্রপে স্টাম্পে! চেয়ে চেয়ে নিজের বোল্ড হওয়াটা দেখা ছাড়া কিছু করার ছিল না স্মিথের। ২৯৪ মিনিট ক্রিজে থেকে স্মিথ ১৩ বাউন্ডারি ৩ ছক্কায় ফেরেন ১৪০ করে।
আগের দিন স্যাম কনস্টাসকে ধাক্কা দিয়ে ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা গুনেছিলেন বিরাট কোহলি। শুক্রবার স্মিথ সেঞ্চুরি করলে এগিয়ে এসে অভিনন্দন জানান তিনি। মেলবোর্নের দর্শকরাও স্বাগত জানায় কোহলিকে।
এছাড়া প্যাট কামিন্স ৪৯, মিচেল স্টার্ক ১৫ আর নাথান লায়ন করেন ১৩ রান। ৯৯ রানে ৪ উইকেট জাসপ্রিত বুমরার। রবীন্দ্র জাদেজার উইকেট ৩টি।
জবাবে শুরুতেই রোহিত শর্মাকে হারিয়েছে ভারত। ওপেনিংয়ে ফেরা রোহিত ৩ রান করে প্যাট কামিন্সের বলে ক্যাচ দেন বোলান্ডকে। ৪ ওভারে ১ উইকেটে ১৪ রান করেছে ভারত।