এশিয়ার স্পিনিং উইকেটে মানিয়ে নিতে গলদঘর্ম হন উপমহাদেশের বাইরের ব্যাটাররা। স্টিভেন স্মিথ সেখানে ব্যতিক্রম। এশিয়ার মাটিতে খেলা টেস্টে অস্ট্রেলিয়ানদের মধ্যে তার রানই এখন সবচেয়ে বেশি।
অস্ট্রেলিয়ানদের মধ্যে ৪৮ ইনিংসে ৪১.৯৭ গড়ে এতদিন সবচেয়ে বেশি ১৮৮৯ রান ছিল রিকি পন্টিংয়ের। রেকর্ডটা ভাঙতে স্মিথ পিছিয়ে ছিলেন ২৭ রানে। আজ (শুক্রবার) গল টেস্টের দ্বিতীয় দিন রেকর্ডটা নিজের করে নিতে বেশি সময় নেননি প্যাট কামিন্সের অনুপস্থিতে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেওয়া স্মিথ।
লাঞ্চের ১৫ মিনিট পরই ছাড়িয়ে যান পন্টিংকে। তার রান ছাড়িয়ে গেছে ১৯০০-র বেশি। ৪২ ইনিংসে পন্টিংকে পেছনে ফেলেছেন স্মিথ। এশিয়ার মাটিতে তার টেস্ট গড় ৫০-এর বেশি। একদিন আগে অস্ট্রেলিয়ানদের মধ্যে টেস্টে রিকি পন্টিংয়ের সবচেয়ে বেশি ক্যাচের রেকর্ডও ভেঙেছিলেন স্টিভেন স্মিথ (উইকেটরক্ষক ছাড়া ১৯৭টি)।
গলে প্রথম দিন শ্রীলঙ্কা শেষ করেছিল ৯ উইকেটে ২২৯ রানে। আজ তারা অলআউট হয়ে যায় ২৫৭ রানে। কুশল মেন্ডিস অপরাজিত ছিলেন ৮৫ রানে। মিচেল স্টার্ক ও নাথান লায়ন নিয়েছেন ৩টি করে উইকেট।
জবাবে ৫৯ ওভারে অস্ট্রেলিয়া করেছে ৩ উইকেটে ২৩০ রান। ট্রাভিস হেড ২১, উসমান খাজা ৩৬ আর মার্নাস লাবুশানে আউট হয়েছেন ৪ রানে। সেঞ্চুরির সুবাস পাওয়া স্মিথ ব্যাট করছিলেন ৯১ রানে। তার সঙ্গে ৬৮ করে অপরাজিত অ্যালেক্স ক্যারি।