Beta
শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪
Beta
শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪

অপহরণের পর ‘স্ত্রী টু’ অভিনেতাকে মুক্তিপণের জন্য করা হয় নির্যাতন

Mushtaq Khan
[publishpress_authors_box]

অপহরণের শিকার হয়েছিলেন বলিউড অভিনেতা মুশতাক খান। বর্ষীয়ান এই কমিক অভিনেতাকে, যাকে সম্প্রতি দেখা গিয়েছে স্ত্রী টু সিনেমাতে, মুক্তিপণের জন্য নির্যাতনও করা হয়।

গেল ২০ নভেম্বর এ ঘটনা ঘটে বলে একটি গণমাধ্যমকে জানান তার তার ব্যবসায়িক অংশীদার শিভম যাদব, খবর বলিউড হাঙ্গামার।  

মুশতাককে ২০ নভেম্বর মিরাটের একটি অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়। অনুষ্ঠানে অংশ নিতে তাকে দেওয়া হয়েছিল আগাম সম্মানী। এমনকি ফ্লাইটের টিকিটও দেয়া হয়েছিল। কিন্তু দিল্লিতে অনুষ্ঠানস্থলে যেতে যে গাড়িতে তিনি ওঠেন সেই গাড়ির ড্রাইভার তাকে একটি নির্জন স্থানে নিয়ে যায়। পরে ওই নির্জন স্থানে তাকে বন্দি করে রাখা হয়, তিনি বলেন।

যাদব আরও জানান, অপহরণকারীরা মুশতাক খানকে ১২ ঘণ্টা ধরে নির্যাতন করে এবং মুক্তিপণ হিসেবে ১ কোটি রুপি দাবি করে। পরে তারা মুশতাকের ছেলের অ্যাকাউন্ট থেকে ২ লাখ রুপি বাগিয়ে নেয়।

যাদব বলেন, সকালে মুশতাক আজানের শব্দ শুনতে পেলে বুঝতে পারেন যে কাছেই একটি মসজিদ রয়েছে। তখন তিনি দৌড়ে মসজিদে চলে যান এবং স্থানীয় মানুষদের কাছে সাহায্য প্রার্থনা করেন। পরবর্তীতে পুলিশের সহযোগিতায় তিনি বাড়ি ফিরে আসেন।

সম্প্রতি বলিউডের কমেডি অভিনেতা সুনীল পালকেও অপহরণ করা হয়। জানা যায়, অপহরণকারীদের প্রায় সাড়ে ৭ লাখ টাকা দেওয়ার পর তিনি মুক্তি পান।

অনেকেই মনে করছেন মুশতাক এবং সুনীলের এই অপহরণের সঙ্গে একটি বিশেষ চক্র জড়িত। কারণ দুটো ঘটনাই প্রায় একইরকম।

যাদবকে জিজ্ঞাসা এ বিষয়ে জিজ্ঞাসা করে হলে তিনি বলেন, “ঘটনাটার বিষয়ে কোনো ধারণাই ছিল না। মুশতাক স্যার ফিরে আসার পর, অপহরণের ঘটনাটি নিয়ে কিছু ঘনিষ্ঠ বন্ধুর সঙ্গে কথা বলি। সুনীলের ঘটনা মিডিয়াতে আসার পর আমরা জানতে পারি। এটা খুবই আশ্চর্যের যে একই মাধ্যমের দুইজন জনপ্রিয় ব্যক্তিকে এমন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হলো। আশা করি ভবিষ্যতে এই বিষয়ে সবার সচেতনতা তৈরি হবে এবং শিল্পীদের নিরাপত্তার ব্যবস্থা থাকবে।”

মুশতাক খান আনিস বাজমির জনপ্রিয় কমেডি হিট ‘ওয়েলকাম’ এবং ব্লকবাস্টার হিট ‘স্ত্রী টু’-তে অভিনয়ের জন্য আলোচিত।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত