Beta
শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫
Beta
শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫

জাপান গার্ডেন সিটিতে কুকুর-বিড়াল হত্যা: ৬ জনের বিরুদ্ধে মামলা

বিষ প্রয়োগে পশু হত্যায় সোশাল মিডিয়ায় প্রতিক্রিয়া জানান সালমান মুক্তাদির, জয়া আহসান এবং নওশাবাসহ শো-বিজ জগতের অনেকেই।
বিষ প্রয়োগে পশু হত্যায় সোশাল মিডিয়ায় প্রতিক্রিয়া জানান সালমান মুক্তাদির, জয়া আহসান এবং নওশাবাসহ শো-বিজ জগতের অনেকেই।
[publishpress_authors_box]

ঢাকার মোহাম্মদপুরের রিং রোডে জাপান গার্ডেন সিটিতে বিষ প্রয়োগে পথের ১০টি কুকুর ও একটি বিড়াল হত্যার ঘটনায় প্রতিবাদের ঝড় উঠেছিল সোশাল মিডিয়ায়; সেই হত্যার ঘটনায় ৬ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

রবিবার ঢাকার মহানগর হাকিম মো. মোস্তাফিজুর রহমানের আদালতে ৪টি প্রাণি সংগঠনের পক্ষে স্থপতি রাকিবুল হক এমিল এই মামলা দায়ের করেন।

আদালত বাদীর জবানবন্দী রেকর্ড করে অভিযোগের বিষয়ে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দেয়।

মামলার আসামিরা হলেন- জাপান গার্ডেন সিটি হাউজিং কমিটির সভাপতি আব্দুস সালাম, সংগঠনটির সেক্রেটারি শাহ নুর, সভা-সভাপতি ইয়াহিয়া, সদস্য আরিফ, শাহ আলম ও কাজল।

এ তথ্য নিশ্চিত করেছেন বাদী পক্ষের আইনজীবী জাকির হোসেন। তিনি বলেন, গত বছর ২২ নভেম্বর জাপান গার্ডেন সিটি হাউজিংয়ে ১০টি কুকুর ও একটি বিড়াল হত্যার ঘটনায় আজ (রবিবার) আদালতে মামলা হয়েছে। আদালত মামলাটি গ্রহণ করে পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন। আশা করি, প্রাণি হত্যার সুষ্ঠু বিচারের মাধ্যমে ভবিষ্যতে এ ধরনের হত্যা বন্ধ হবে।

বাদী রাকিবুল হক এমিল বলেন, “কুকুরগুলো বিষ প্রয়োগে মারা হয়েছে এবং একটি অপরাধ সংঘঠিত হয়েছে, সে বিষয়ে কোনও সন্দেহের অবকাশ নেই। যেহেতু একজন ভেটেরিনারি কর্মকর্তা মৃতদেহগুলোর সুরতহাল, ময়নাতদন্ত এবং সিআইডি ফরেনসিক করেছে, সেহেতু পিবিআইর মাধ্যমে অভিযোগের সুষ্ঠু তদন্ত হয়ে সত্যিকার অপরাধী বের হয়ে আসুক, এটাই আমাদের একান্ত চাওয়া।”

গত ২২ নভেম্বর ওই কুকুর ও বিড়াল হত্যার ঘটনা সোশাল মিডিয়ায় ছড়ি পড়লে প্রতিবাদে আওয়াজ তোলেন প্রাণীপ্রেমী তারকারাও, জানান ক্ষুব্ধ প্রতিক্রিয়া।

অভিনেত্রী জয়া আহসান তার ফেইসবুক পেজে প্রতিবাদ জানিয়ে করুণ চোখে তাকিয়ে থাকা একটি মৃত কুকুরের ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেন, “বিষ খাওয়াতে হলে বন্ধু রূপেই আসতে হয়। মানুষই পারে এই রূপ ধারণ করতে। আমার রূপ একটাই— ক্ষুধার্ত তবু বন্ধু।” ছবিটির ক্যাপশনে মৃত কুকুরের কারণও ব্যাখ্যা করেন জয়া।

জাপান গার্ডেন সিটি এলাকায় বেওয়ারিশ কুকুরের দৌরাত্ম্য বাড়ার অভিযোগ সেসময় তোলে এলাকার অনেকেই। অভিযোগকারীদের বক্তব্য, তারা এসব প্রাণির দ্বারা প্রায়ই বিড়ম্বনার শিকার হন। কুকুর নিয়ে অভিযোগ এনে পোস্ট করেন অনেকেই। সেখানে দেখা যায়, সেখানকার শিশুদের কুকুর কামড়েছে বলে অভিযোগ আনা হয়।

২৩ নভেম্বর ‘পিপল ফর এনিমেল ওয়েলফেয়ার ফাউন্ডেশন’ এর পক্ষে এর সমন্বয়ক অভিনেত্রী নওশাবা আহমেদ রাজধানীর আদাবর থানায় জিডি করেন।

তবে সাধারণ ডায়েরিতে অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ ঘটনার বিবরণে উল্লেখ করেন, জাপান গার্ডেন সিটির কয়েকজন বাসিন্দা ২২ নভেম্বর রাত ৯টায় দেখেন যে, কিছু কুকুর ও বিড়াল বিষাক্রান্ত হয়ে যন্ত্রণায় ছোটাছুটি করছে এবং বিষ প্রয়োগের ফলে মুখ দিয়ে রক্ত বমি করছে। অতঃপর যন্ত্রণায় অস্থির হয়ে মৃত্যুবরণ করে। এরপর এলাকাবাসী ও প্রাণি অধিকারকর্মীরা আদাবর থানায় যোগাযোগ করলে একজন সাব ইন্সপেক্টর নাসির ঘটনাস্থলে আসেন এবং তার উপস্থিতিতে ৩টি কুকুর ও ১টি বিড়ালের মরদেহ পাওয়া যায়। বাকিদের মৃতদেহ লুকিয়ে ফেলা হয়। ওই সময় এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, কুকুরগুলোকে বিষ প্রয়োগে হত্যা করা হয়েছে এবং ইতিপূর্বে এখানকার পথপ্রাণিদের উপর বিভিন্নভাবে নির্যাতন করা হচ্ছিল।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত