Beta
বুধবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৫
Beta
বুধবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৫

মহাখালীতে সড়ক-রেল অচল করে বিক্ষোভে তিতুমীরের শিক্ষার্থীরা

মহাখালীর আমতলীতে সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ। ছবি: সকাল সন্ধ্যা
মহাখালীর আমতলীতে সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ। ছবি: সকাল সন্ধ্যা
[publishpress_authors_box]

ঢাকার সরকারি তিতুমীর কলেজকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে মহাখালীতে সড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভ করছে কলেজটির শিক্ষার্থীরা।

রবিবার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস দাবি আদায়ে সড়ক অবরোধ করে জনদুর্ভোগ সৃষ্টি না করতে দেশের মানুষের প্রতি আহ্বান জানানোর পরদিনই শিক্ষার্থীরা তাদের দাবি নিয়ে সড়ক ও রেলপথ অবরোধ করল।

পূর্বঘোষণা অনুযায়ী সোমবার বেলা ১১টার দিকে কলেজ ক্যাম্পাস থেকে মিছিল নিয়ে সড়কে নামা শিক্ষার্থীরা প্রথমে মহখালী আমতলী মোড় অবরোধ করে বিক্ষোভ করে। এতে সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

শিক্ষার্থীদের অবরোধের কারণে সড়ক যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। ছবি : সকাল সন্ধ্যা

পরে সকাল সাড়ে ১১টার দিকে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা মহাখালী রেলক্রসিং এলাকায় অবস্থান নিলে ট্রেন চলাচলও বন্ধ হয়ে যায়।

সড়ক ও রেলপথ অবরোধ করে শিক্ষার্থীরা বিক্ষোভ করলেও ঘটনাস্থলে পুলিশের উপস্থিতি কম দেখা গেছে। রেলক্রসিং এলাকায় পুলিশের সঙ্গে সেনাবাহিনীর সদস্যের দেখা গেছে।

মহাখালী রেলক্রসিং এলাকায় রেলপথও অবরোধ করেছে শিক্ষার্থীরা। ছবি : সকাল সন্ধ্যা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত তিতুমীর কলেজসহ ঢাকার সাতটি সরকারি কলেজের শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে ২০১৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়। এরপর থেকে কলেজগুলোর সব একাডেমিক কার্যক্রম ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনেই চলছে।

তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে সাত কলেজের শিক্ষার্থীদের নানা অসুবিধা ও বৈষম্যের শিকার হতে হচ্ছে অভিযোগ করে সম্প্রতি পৃথক বিশ্ববিদ্যালয়ের দাবি তোলে এই সাত কলেজের শিক্ষার্থীরা।

তার ধারাবাহিকতায় এবার তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবি নিয়ে পথে নেমেছে কলেজটির শিক্ষার্থীরা।

সড়কে অবস্থান নেওয়া শিক্ষার্থীদের একাংশ। ছবি : সকাল সন্ধ্যা

প্রত্যক্ষদর্শীরা জানান, অবরোধের মধ্যেই নোয়াখালী থেকে আসা আন্তঃনগর উপকূল এক্সপ্রেস ট্রেনটি মহাখালী রেলক্রসিং অতিক্রম করতে গেলে শিক্ষার্থীদের বাধার মুখে পড়ে। তবে ট্রেনটি গতি না কমিয়ে চলতে থাকলে শিক্ষার্থীরা ট্রেনটি লক্ষ্য করে ঢিল ছোড়েন। এতে ট্রেনের কয়েকটি জানালার কাচ ভেঙে যায়, কয়েকজনের আহত হওয়ারও খবর পাওয়া যায়। পরে গতি কিছুটা কমিয়ে চলে যায় ট্রেনটি।

শিক্ষার্থীরা মহাখালীতে আমতলী মোড় অবরোধ করায় ঢাকা-ময়মনসিংহ সড়ক, গুলশান অভিমুখী সড়ক, মহাখালী থেকে ফার্মগেট অভিমুখী সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। এতে দুর্ভোগের পড়েছেন বিভিন্ন গন্তব্যের যাত্রীরা।

অনেক যাত্রীকে অবরোধের কারণে সড়কে আটকে যাওয়া বাস ও অন্য যানবাহন থেকে নেমে হেঁটে গন্তব্যে রওনা হতে দেখা গেছে।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত