Beta
রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫
Beta
রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫

ফাল্গুনের সন্ধ্যায় হঠাৎ বৃষ্টি

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এমন বৃষ্টি থাকবে আরও কয়েকদিন।
[publishpress_authors_box]

শনিবারের সকালের আকাশ ছিল ঝকঝকে পরিষ্কার। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে চড়ে রোদের পারদ। কিন্তু বিকেল ঘনাতেই আকাশ কালো হতে শুরু করে। আর ঠিক সন্ধ্যা ৬টায় তীব্র বাতাসের সঙ্গে শুরু হয় বৃষ্টি, আকাশে তখন ঘনঘন বিদ্যুতের চমক।

ফাল্গুনের সন্ধ্যায় বৃষ্টি হবে, কে-ই বা ভেবেছিল! ফলে যারাই ঘরের বাইরে ছিলেন, হঠাৎ বৃষ্টি তাদের সবাইকে ভিজিয়েছে।

বাংলা ক্যালেন্ডার অনুযায়ী, আজ ৯ ফাল্গুন। আর ইংরেজি হিসেবে ফেব্রুয়ারি শেষের দিকে, মার্চ আসতে এখনও এক সপ্তাহ বাকি। গত বছরও এ সময় দেশে শীতের আমেজ ছিল কিন্তু এ বছর শীত বিদায় নিয়েছে আগেই, পড়তে শুরু করেছে গরম।

সাধারণ মানুষের জন্য সন্ধ্যার বৃষ্টি হঠঅৎ হলেও আবহাওয়া অধিদপ্তর সকালেই নিয়মিত বুলেটিনে বৃষ্টির আভাস দিয়েছিল। সেখানে বলা হয়, শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা, রাজশাহী, ময়মনসিংহ ও খুলনা বিভাগের কোথায় কোথাও বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ কাজী জেবুন্নেসা সকাল সন্ধ্যাকে বলেন, “ঢাকার কয়েকটি জায়গায় বৃষ্টি হলেও তাকে আমরা পরিমাপ যোগ্য বলছি না। এগুলোকে বলা হয় ট্রেস অ্যামাউন্ট। অর্থাৎ যাকে ট্রেস করা যায় না। খুবই সামান্য।

“তবে রাজশাহীতে চার মিলিমিটার বৃষ্টি হয়েছে।”

ঢাকার বৃষ্টি আরও কিছুক্ষণ চলতে পারে বলেও জানান তিনি।

এই আবহাওয়াবিদ বলেন, “ঢাকার উপরে বেশ বড় একটা ক্লাউড সেল বা মেঘপুঞ্জি রয়েছে। যার কারণে বৃষ্টি হচ্ছে, বাতাসও আছে। এটা কন্টিনিউ করবে। সেইসঙ্গে এই বড় ক্লাউড সেলের পেছনে আরও একটা ছোট সেল (ক্লাউড সেল) রয়েছে।

“যার কারণে এখনকার বৃষ্টি কিছুটা পরে কমবে, তারপর আবার শুরু হবে। আগামীকাল রবিবারও কয়েকটি জায়গায় বিচ্ছিন্নভাবে বৃষ্টি হবে।”

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত