Beta
শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫
Beta
শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫

মিস্টার কেরানীগঞ্জ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন সুমন

মিস্টার কেরানীগঞ্জ সুমন চৌধুরীর হাতে পুরস্কার তুলে দেন বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। ছবি: সংগৃহীত।
মিস্টার কেরানীগঞ্জ সুমন চৌধুরীর হাতে পুরস্কার তুলে দেন বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। ছবি: সংগৃহীত।
[publishpress_authors_box]

মিস্টার কেরানীগঞ্জ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন বডিবিল্ডার সুমন চৌধুরী। চ্যাম্পিয়ন হয়ে তিনি জিতেছেন ১ লাখ টাকা ও ট্রফি। রানার আপ শেখ জামাল পেয়েছেন ৫০ হাজার টাকা।

কেরাণীগঞ্জের আগানগরে শনিবার হয়েছে এই প্রতিযোগিতা। ৬টি ক্যাটাগরিতে অংশ নেয় ২০০ জন বডিবিল্ডার।

প্রতিযোগিতার পৃষ্ঠপোষক বসুন্ধরা গ্রুপ, টিকে গ্রুপ, মেঘনা গ্রুপ, এসকিউ গ্রুপ ও শাহ সিমেন্ট।

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু।

কেরানীগঞ্জের আগানগর ইউনিয়নের আমবাগিচা মাঠে এই প্রতিযোগিতা দেখতে এসেছিলেন স্থানীয় প্রচুর দর্শক। প্রতিযোগিতা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি ছিল লেজার রশ্মির আলোকচ্ছট।, কনফেত্তি উড়িয়ে বরণ করা হয় চ্যাম্পিয়নদের। প্রতিযোগিতা দেখতে আশপাশের বাড়ির ছাদগুলোতেও মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। মিস্টার কেরানীগঞ্জ প্রতিযোগিতার প্রধান সমন্বয়ক ছিলেন সাবেক বডিবিল্ডার রুসলান হোসেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হামিদ স্পোর্টস একাডেমির পরিচালক সারওয়ার হোসেন, ঢাকা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এবং হামিদ স্পোর্টস একাডেমির পরিচালক জাকির আহমেদসহ অন্যরা।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত