Beta
বৃহস্পতিবার, ২ জানুয়ারি, ২০২৫
Beta
বৃহস্পতিবার, ২ জানুয়ারি, ২০২৫

ভারতের ফাইনালের আশা দেখছেন না গাভাস্কার

প্রথম টেস্ট খেলতে না পারলে রোহিত শর্মার বদলে বুমরাকে পুরো সিরিজের অধিনায়ক চান গাভাস্কার।
প্রথম টেস্ট খেলতে না পারলে রোহিত শর্মার বদলে বুমরাকে পুরো সিরিজের অধিনায়ক চান গাভাস্কার।
[publishpress_authors_box]

সিরিজটা পাঁচ ম্যাচের। ব্যক্তিগত কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে সেই সিরিজের প্রথম টেস্টে নাও খেলতে পারেন রোহিত শর্মা। এমনিতেই নিউজিল্যান্ডের কাছে হেরে টালমাটাল ভারত, তারপর আবার অধিনায়ক থাকবেন না শুরুতে।

রোহিত যদি সত্যিই প্রথম টেস্টে খেলতে না পারেন তাহলে পুরো সিরিজের জন্য জাসপ্রিত বুমরাকে অধিনায়ক হিসেবে দেখতে চান ভারতীয় কিংবদন্তি সুনীল গাভাস্কার, ‘‘অধিনায়কের প্রথম টেস্ট খেলা খুবই গুরুত্বপূর্ণ। চোট থাকলে আলাদা ব্যাপার। তবে অধিনায়ক প্রথম টেস্ট খেলতে না চাইলে সহকারী অধিনায়কের উপর চাপ পড়ে। আমি এক জায়গায় পড়ছিলাম, রোহিত অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই টেস্ট না-ও খেলতে পারে। আমার মনে হয় সে ক্ষেত্রে নির্বাচন কমিটির উচিত গোটা সিরিজের জন্যই বুমরাকে অধিনায়ক করে দেওয়া। আর রোহিতকে বলে দেওয়া, সিরিজের মাঝে যোগ দিলে শুধু মাত্র খেলোয়াড় হিসেবে থাকতে হবে।’’

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে টানা দুইবার ফাইনাল খেলেছে ভারত। তবে এবার ফাইনালের জন্য অস্ট্রেলিয়াকে হারাতে হবে ৪-০’তে। অঙ্কটা কঠিন বলে ভারতের ফাইনালের আশা দেখছেন না গাভাস্কার, ‘‘আমার মনে হয় না ভারত পারবে। অস্ট্রেলিয়াকে ৪-০তে হারানো সম্ভব নয়। ওরা করে দেখালে খুশি হব। কিন্তু আমার মনে হয় না সেটা হবে। ভারত ৩-১ জিততে পারে। কিন্তু ৪-০ কঠিন।’’

গাভাস্কার আরও যোগ করেন, ‘‘বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ মাথায় নিয়ে খেলা ঠিক হবে না। লক্ষ্য থাকা উচিত অস্ট্রেলিয়াকে হারানো। সেটা ১-০, ২-০, ৩-০, ৩-১ বা ২-১ ব্যবধানে হতে পারে। জেতাটা জরুরি।’’

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত