অস্ট্রেলিয়ায় ঝড় বইয়ে কুমিল্লার তাঁবুতে আন্দ্রে রাসেল। সিরিজের শেষ টি-টোয়েন্টিতে ২৯ বলে ৭১ রানের বিস্ফোরক ইনিংস খেলেছিলেন তিনি। রাসেলের স্বদেশী সুনীল নারিন অবশ্য আরব আমিরাতের টি-টোয়েন্টি লিগে বিবর্ণই ছিলেন। টানা তিন ম্যাচে পাননি উইকেটের দেখা।
এই দুই ক্যারিবীয়কে নিয়ে আজ (সোমবার) সিলেট সিক্সার্সের বিপক্ষে একাদশ সাজিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ানস। আগের দিন মাথায় বলের আঘাত লাগা মোস্তাফিজুর রহমান নেই একাদশে। টস হেরে ফিল্ডিং করছে তারা।
কুমিল্লার হয়ে বল হাতে ইনিংসের উদ্বোধন করেছিলেন আন্দ্রে রাসেল। উইকেট না পেলেও প্রথম ২ ওভারে খরচ কেবল ৮ রান। এরই মধ্যে শেষ চারের দৌড় থেকে ছিটকে পড়া সিলেট পাওয়ার প্লে’র ৬ ওভার শেষে ১ উইকেটে করেছে ৪১ রান।
টানা তিন ম্যাচ উইকেট না পাওয়া সুনীল নারিন কাটিয়েছেন খরাটা। তার বলেই ফিরতি ক্যাচ দিয়ে ফেরেন ১৮ করা জাকির হাসান। প্রথম ওভারটা মেডেন করেছেন নারিন।