দুরন্ত ঢাকার সঙ্গে শেষ চারের স্বপ্ন ভেসে গেছে তাদের। বিপিএলের বাকি সময়টা শুধু আনুষ্ঠানিকতা। আজ (সোমবার) কুমিল্লা ভিক্টোরিয়ানসের বিপক্ষে সম্মান রক্ষার ম্যাচে ৫ উইকেটে ১৭৭ রান করেছে সিলেট স্ট্রাইকার্স। বেনি হাওয়েল অপরাজিত ছিলেন ৩১ বলে ৬২ রানে।
দুই ক্যারিবীয় আন্দ্রে রাসেল ও সুনীল নারিনকে নিয়ে একাদশ সাজিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ানস। আগের দিন মাথায় বলের আঘাত লাগা মোস্তাফিজুর রহমান নেই একাদশে।
পাওয়ার প্লে’র ৬ ওভার শেষে ১ উইকেটে সিলেট করেছিল ৪১ রান। এরপর ৭৪ রানে ৪ উইকেট হারিয়ে দারুণ ভিতটা হারায় তারা। তবে বেনি হাওয়েলের ঝড়ো ইনিংসে শেষ পর্যন্ত পুঁজি পায় ১৭৭ রানের।
আরব আমিরাতের আইএল টি-২০ লিগে টানা তিন ম্যাচ উইকেট না পাওয়া সুনীল নারিন বিপিএলে প্রথম ওভারেই ফেরান জাকির হাসানকে। ২০ বলে ২৮ করা সিলেট অধিনায়ক মোহাম্মদ মিঠুনকেও বোল্ড করেন তিনি। ৪ ওভারে ১৬ রানে নারিন নেন ২ উইকেট।
অস্ট্রেলিয়ায় ঝড় বইয়ে কুমিল্লার তাঁবুতে এসেছেন আন্দ্রে রাসেল। সিরিজের শেষ টি-টোয়েন্টিতে ২৯ বলে ৭১ রানের বিস্ফোরক ইনিংস খেলেছিলেন তিনি। কুমিল্লার হয়ে বল হাতে ইনিংসের উদ্বোধন করেছিলেন রাসেল।
উইকেট না পেলেও প্রথম ২ ওভারে খরচ কেবল ৮ রান। শেষ পর্যন্ত ৪ ওভারে ৩৫ রান দিয়ে উইকেটহীন থাকেন রাসেল।
বাংলাদেশ জাতীয় দলের তিন ফরম্যাটে নেতৃত্ব পাওয়া নাজমুল হোসেন শান্ত ১৮ বলে ১২ করে বোল্ড রিশাদ হোসেনের ঘূর্ণিতে। দলে নতুন যোগ দেওয়া ওপেনার কেনার লুইস ২৫ বলে ২ বাউন্ডারি ২ ছক্কায় ৩৩ করে ফেরেন মুশফিক হাসানের বলে।
একটা প্রান্ত আগলে রেখে আক্রমণাত্মক ইনিংসই খেলেছেন বেনি হাওয়েল। ৬ বাউন্ডারি ৪ ছক্কায় ৬২ রানে অপরাজিত থাকেন হাওয়েল। ২টি করে উইকেট সুনিল নারিন ও রিশাদ হোসেনের।