Beta
শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫
Beta
শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫

নয় মাস পর ফিরে বক্সার সুরকৃষ্ণর চমক

WhatsApp Image 2025-02-21 at 2.47.14 PM (1)
[publishpress_authors_box]

৯ মাস পর পেশাদার বক্সিংয়ে ফিরে সুরকৃষ্ণ চমক দেখিয়েছেন। দশমবারের লড়াইয়ে প্রতিপক্ষ স্বাগতিক থাইল্যান্ডের চানাকিয়াদ চুয়াফায়েতকে হারিয়েছেন তিনি।

গতবার সুপার লাইট ইভেন্টে খেলা হয়েছিল। এবার শুধু লাইট ইভেন্টে হয়েছে খেলা। বৃহষ্পতিবার ৬১ কেজি ওজন শ্রেণিতে সুরকৃষ্ণ জেতার মিশনে খেলতে নেমে প্রতিপক্ষকে তৃতীয় রাউন্ডে ধরাশায়ী করেন।

দুই প্রতিদ্বন্দ্বীর লড়াইয়ের অভিজ্ঞতায় সুরকৃষ্ণ আগে থেকে অনেকটা এগিয়ে ছিলেন। এজন্য ব্যাংককে তিন সপ্তাহ ধরে রাশিয়ান কোচের অধীনে অনুশীলনও করেছেন। ব্যাংককের রিংয়ে ৬১ কেজি ওজন শ্রেণিতে সুর কৃষ্ণ জেতার মিশনে খেলতে নেমে স্বাগতিকদের বক্সারকে তৃতীয় রাউন্ডে আর দাঁড়াতে দেননি। তার আঘাতে মাটিতে লুটিয়ে পড়েন স্বাগতিকদের বক্সার।

সুরকৃষ্ণ ম্যাচ জেতার পর বলেন, “অনেক দিন পর রিংয়ে নেমে শুরুতে কিছুটা জড়তা ছিল। এর জন্য দেখে শুনে খেলতে থাকি। তৃতীয় রাউন্ডে আক্রমণত্মাক খেলে প্রতিপক্ষকে লড়াই থেকে ছিটকে দেই। অনেক দিন পর জয়ের দেখা পেলাম। না জিততে পারলে হয়তো ক্যারিয়ারই হুমকির মধ্যে পড়ে যেতো। যাই হোক এখন অনেক ভালো লাগছে।”

সুরকৃষ্ণের আগে একই রিংয়ে বাংলাদেশের আরেক পেশাদার বক্সার উৎসব আহমেদ দ্বিতীয় রাউন্ডে স্বাগতিকদের উইসিটসাক সাইওয়েওকে হারান।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত