Beta
বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
Beta
বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫

নারায়ণগঞ্জে ডাকাত সন্দেহে গণপিটুনিতে নিহত ৪

ডাকাত সন্দেহে গণপিটুনিতে নিহতদের মরদেহ দেখতে ভিড় করে এলাকার মানুষ। ছবি : সকাল সন্ধ্যা
ডাকাত সন্দেহে গণপিটুনিতে নিহতদের মরদেহ দেখতে ভিড় করে এলাকার মানুষ। ছবি : সকাল সন্ধ্যা
[publishpress_authors_box]

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় ডাকাত সন্দেহে গ্রামবাসীর গণপিটুনিতে চারজন নিহত হয়েছে।

রবিবার মধ্যরাতে উপজেলার সাদিপুর ইউনিয়নের বাগরী গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জের পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল।

তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ। এ ঘটনায় আহত অবস্থায় একজনকে আটক করার কথাও জানিয়েছে তারা।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রোববার রাত ১টার দিকে বাগরী গ্রামের বিলের পাড়ে সাত-আটজনের একটি ডাকাতদল ডাকাতির উদ্দেশ্যে অবস্থান নেয়। এসময় স্থানীয় কয়েকজন তাদের দেখতে পেয়ে অন্যদের খবর দেয়। পরে মসজিদের মাইকে ঘোষণা দিলে গ্রামের মানুষ জড়ো হয়ে তাদের ঘিরে ফেলে।

তারা জানায়, ডাকাত দলের সদস্যরা পালানোর চেষ্টা করলে স্থানীয়রা তাদের ধরে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই মারা যায় তিনজন। অন্যরা বিলে ঝাঁপ দেয়। পরে বিল থেকে উঠিয়ে আরও দুজনকে পিটিয়ে গুরুতর আহত করা হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে হতাহতদের উদ্ধার করে। আহত দুজনকে হাসপাতালে নেওয়ার পর মারা যায় আরেকজন।

পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল জানান, ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ সদর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আহত অবস্থায় দুজনকে উদ্ধার করা হয়। তাদের একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং আরেকজনকে পঙ্গু হাসপাতালে (জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান) পাঠানো হয়। ঢাকা মেডিকেলে যাকে নেওয়া হয়েছিল, সে মারা গেছে।

তিনি জানান, পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন ব্যক্তি জানিয়েছে, তারা সাতজন বিলের পাড়ে অবস্থান করছিল। তারা তাদের সহযোগী আরও তিন ডাকাতের অপেক্ষায় ছিল। কিন্ত গ্রামের লোকজন দেখতে পেয়ে তাদের ঘেরাও করলে তারা বিলে ঝাপ দেয়। পরে বিল থেকে উঠিয়ে তাদের পেটানো শুরু করে গ্রামবাসী।

পুলিশ সুপার আরও জানান, বাগরী গ্রামে পুলিশ মোতায়েনের পাশাপাশি নিহতদের পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে। এ ঘটনায় সোনারগাঁ থানায় মামলা হবে।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত