Beta
রবিবার, ৭ জুলাই, ২০২৪
Beta
রবিবার, ৭ জুলাই, ২০২৪

প্যারিস অলিম্পিকে যাচ্ছেন সাঁতারু রাফি ও সোনিয়া

Imaran-023
Picture of ক্রীড়া প্রতিবেদক

ক্রীড়া প্রতিবেদক

প্যারিস অলিম্পিকে অংশ নেবেন বাংলাদেশের দুই সাঁতারু সামিউল ইসলাম রাফি ও সোনিয়া আক্তার। রাফি ১০০ মিটার ইভেন্টে ও সোনিয়া ৫০ মিটার ফ্রি স্টাইলে অংশ নেবেন। দুজনই পেয়েছেন ওয়াইল্ড কার্ড।

এর আগের ৩ অলিম্পিকে বাংলাদেশের সাঁতারুরা শুধু ৫০ মিটার ফ্রি স্টাইলেই নিয়েছেলেন। তবে প্যারিস অলিম্পিকে ইভেন্টের ভিন্নতা এসেছে।

বাংলাদেশ সাঁতার ফেডারেশনের সাধারণ সম্পাদক মোল্লা বদরুল সাইফ বলেন, “ আন্তর্জাতিক সাঁতার ফেডারেশন আমাদের একজন নারী সাঁতারু সোনিয়া ও পুরুষ সাঁতারু রাফির অলিম্পিকে অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেছে। আন্তর্জাতিক সাঁতারে তাদের টাইমিং ও র‍্যাঙ্কিংয়ের ভিত্তিতে বাংলাদেশের দুই সাঁতারু ওয়াইল্ড কার্ড পেয়েছে।”

সাঁতার ফেডারেশনের পাশাপাশি প্রতিষ্ঠানটি বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনকেও আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানিয়েছে। অলিম্পিক গেমসে অ্যাথলেটিকস ও সাঁতার এই দুই ডিসিপ্লিনের ওয়াইল্ড কার্ড স্ব স্ব আন্তর্জাতিক ফেডারেশনই দিয়ে থাকে।

এর আগে আর্চার সাগর ইসলাম সরাসরি অলিম্পিকে খেলার যোগ্যতা অর্জন করেন। অ্যাথলেটিকস থেকে ওয়াইল্ড কার্ড পেয়েছেন দ্রুততম মানব ইমরানুর রহমান। স্প্রিন্টার ইমরান ইংল্যান্ড ও সাঁতারু রাফি বর্তমানে থাইল্যান্ডে অনুশীলন করছেন।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত