Beta
শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৫
Beta
শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৫

শিল্পকলা একাডেমি থেকে সৈয়দ জামিল আহমেদের পদত্যাগ

বাংলাদেশ শিল্পকলা একাডেমি, শিল্পকলা একাডেমি মহাপরিচালক, সৈয়দ জামিল আহমেদ।
বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক সৈয়দ জামিল আহমেদ। ফাইল ফটো
[publishpress_authors_box]

সচিবালয়ের হস্তক্ষেপের কারণে স্বাধীনভাবে কাজ করতে না পারা, যথাযথ বাজেট বরাদ্দ না পাওয়াসহ বেশকিছু কারণ দেখিয়ে শিল্পকলা একাডেমির মহাপরিচালকের পদ থেকে পদত্যাগ করেছেন সৈয়দ জামিল আহমেদ।

শুক্রবার শিল্পকলা একাডেমিতে মুনীর চৌধুরী প্রথম জাতীয় নাট্যোৎসব ২০২৫ এর উদ্বোধন অনুষ্ঠানের মঞ্চ থেকে এ ঘোষণা দেন তিনি। মঞ্চেই উপস্থিত সচিবের কাছে নিজের পদত্যাগপত্র হস্তান্তর করেন তিনি।

জামিল আহমেদ বলেন, “এখন আমার নিজের কাজে ফিরে যাওয়া দরকার। আমলাতন্ত্রের পেছনে ১০ বার ফোন করে টাকা আদায় করা আমার ব্যক্তিগত কাজের জন্য নয়, শিল্পকলা একাডেমির জন্য। সেই কাজটা যদি না করতে দেয়, তার জন্য যদি আমাকে পদে পদে বাধা দেয় তাহলে আমার এখানে থেকে লাভ নেই।”

সুচিন্তিত ভাবনা থেকেই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান নন্দিত এই নাট্যনির্দেশক।

তিনি বলেন, “গতকাল সারাদিন থেকে আজ সন্ধ্যা পর্যন্ত এটা নিয়ে ভেবে আমার রেজিগনেশন লেটার দিলাম। যেহেতু আমার রেজিগনেশন লেটার দিয়ে দিয়েছি, তারা আমাকে বলতে বাধা দিয়েছিল যে আমরা আদিবাসী কথাটা বলতে পারবো না। আমি আজকে বলছি, আদিবাসী জনগণের দাবি পূর্ণ হোক। তাদের বিরুদ্ধে নির্যাতন বন্ধ হোক। তাদের অধিকার অর্জিত হোক। আমি একসাথে চাই বৈষম্যহীন বাংলাদেশ কায়েম হোক।”

গত ৯ সেপ্টেম্বর বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক পদে নিয়োগ দেওয়া হয় সৈয়দ জামিল আহমেদকে। পরবর্তী দুই বছরের জন্য ছিল এ নিয়োগ। তবে ছয় মাস না পেরোতেই সেই পদ স্বেচ্ছায় ছাড়লেন তিনি।

সৈয়দ জামিল আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক। নাট্যনির্দেশনায় তার খ্যাতি রয়েছে। তার নির্দেশিত নাটকগুলোর মধ্যে অন্যতম কমলা রানীর সাগর দীঘি (১৯৯৭), এক হাজার আর এক থি রাত (১৯৯৮), বেহুলার ভাসান (২০০৬), পাহিয়ে (২০০৬) এবং সং ভং চং (২০০৯), রিজওয়ান (২০১৭), ৪.৪৮ মন্ত্রাস (২০২০)।

মঞ্চনাটক, প্রায়োগিক মঞ্চনির্দেশনা, লোককথা ও সংস্কৃতি অধ্যয়নের ওপর ষাটের বেশি একাডেমিক প্রবন্ধ প্রকাশিত হয়েছে তার।

এর আগে নানা বিতর্ক ও অভিযোগ সঙ্গী করে টানা ১৩ বছর শিল্পকলা একাডেমির মহাপরিচালকের দায়িত্বে ছিলেন লিয়াকত আলী লাকী।

গত ১২ আগস্ট ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন তিনি। ২০১১ সালে দায়িত্ব গ্রহণের পর অনেকবারই তাকে অপসারণের দাবি ওঠে। দুর্নীতির অভিযোগে দুর্নীতি দমন কমিশনে তাকে জিজ্ঞাসাবাদ করার কথাও জানা যায়। সবশেষ ২০২৩ সালে সপ্তমবারের মতো বাড়ানো হয় তার মেয়াদ।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত