Beta
মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪
Beta
মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪
জাতীয় ক্রিকেট লিগ

সিলেটের আগাম শিরোপা উৎসব

বরিশালকে হারানোর পর সিলেটের ক্রিকেটারদের উল্লাস। ছবি : সংগৃহীত
বরিশালকে হারানোর পর সিলেটের ক্রিকেটারদের উল্লাস। ছবি : সংগৃহীত
Picture of ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

[publishpress_authors_box]

এক ম্যাচ হাতে রেখেই জাতীয় ক্রিকেট লিগের শিরোপা প্রায় নিশ্চিত করে ফেলল সিলেট বিভাগ। মঙ্গলবার বরিশালকে তারা হারিয়েছে ৫ উইকেটে। প্রথম ইনিংসে সিলেট করেছিল ৩৪২। বরিশাল প্রথম ইনিংসে ৩০৪ করলেও পরের ইনিংসে অলআউট কেবল ১৪২-এ।

জয়ের জন্য সিলেটের লক্ষ্য ছিল ১০৫ রান। নিজেদেরই মাঠ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ৫ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় অমিত হাসানের দল। মঈন খানের করা বলটা কাউ কর্নারের দিকে পাঠিয়ে দ্রুত ১ রান নিয়ে জয় নিশ্চিত করেন অধিনায়ক অমিতই। এরপর সবাই মেতে উঠেন প্রায় নিশ্চিত হয়ে যাওয়া শিরোপা উল্লাসে।

এই জয়ে ৬ ম্যাচ শেষে সিলেটের পয়েন্ট ৩৭। ঢাকা বিভাগের পয়েন্ট ২৪, খুলনা বিভাগের ২২। সিলেটকে এখনই চ্যাম্পিয়ন বলা যাচ্ছে না কক্সবাজারে ঢাকা মেট্রো ও রংপুর বিভাগের ম্যাচ শেষ না হওয়ায়। রংপুর নাটকীয়ভাবে জিতে গেলেই কেবল প্রথমবার জাতীয় লিগ শিরোপার অপেক্ষা বাড়বে সিলেটের।

প্রথম ইনিংসে ঢাকা মেট্রোর ৪৭৫ রানের জবাবে রংপুর অলআউট হয়েছিল ৩০১ রানে। তবে দ্বিতীয় ইনিংসে ৫১ রানে ৬ উইকেট হারিয়েছে ঢাকা। তবু তারা এগিয়ে ২২৫ রানে। আজ (মঙ্গলবার) শেষ দিন বাকি সময়ে ঢাকাকে অলআউট করে ম্যাচ জেতা কঠিন রংপুরের জন্য।

অনুমিতভাবে ম্যাচটা ড্র হলেই প্রথমবার শিরোপা আনন্দে ভাসবে সিলেট। ম্যাচটা ড্র হলে রংপুরের পয়েন্ট হবে ২৩ ও মহানগরের ২১। তখন আর কোনো দল শেষ রাউন্ডে জিতে টপকে যেতে পারবে না সিলেটকে।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত