মিরপুরের কালা মাটির পিচে রান না হওয়ার বদনাম বহুদিনের। খারাপ উইকেটে খেলে ব্যাটারদের প্রায় ব্যাটিং ভোলার দশা। এবার ছবিটা বদলে গেছে। রান উৎসবই হয়েছে বিপিএলের ঢাকা পর্বে। আজ (সোমবার) সিলেটে হতে যাওয়া দ্বিতীয় পর্বেও কি এমন কিছুর দেখা মিলবে?
সিলেট স্ট্রাইকার্স ও রংপুর রাইডার্সের ম্যাচ দিয়ে আজ সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে বিপিএলের দ্বিতীয় পর্বের পর্দা উঠবে বেলা ১টা ৩০ মিনিটে। সন্ধ্যা ৬-৩০ মিনিটে দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে দুর্বার রাজশাহী ও ফরচুন বরিশাল।
সেরা দল নিয়েও প্রথম পর্বের দুই ম্যাচে একটিতে হেরেছে বরিশাল। বরিশালের কাইল মেয়ার্সও আলো ছড়াতে পারেননি। তার দুটি ইনিংস ৬ ও ১৩ রানের।
সিলেটে গণমাধ্যমের মুখোমুখি হয়ে কাইল মেয়ার্স বললেন, ‘‘মাত্র দুটি ম্যাচ হয়েছে। অবশ্যই সব ম্যাচে রান করা সম্ভব হবে না। গত মৌসুমের চ্যাম্পিয়ন আমরা। এ মৌসুমেও ভালো করতে চাই। মোমেন্টাম ধরে রাখা গুরুত্বপূর্ণ। আমি আমার দায়িত্বের দিকেই মনোযোগ রাখছি।’’
সিলেটে অবশ্য রান হয় সবসময়। বিপিএলে ঢাকার চেয়ে রান রেটে এগিয়েও আছে চায়ের এই শহর। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বিপিএলে ওভারপ্রতি রান হয়েছে ৭.৬৫, সিলেটে ৭.৯৩ আর চট্টগ্রামে ৮.২৫ করে।
এবারও ঢাকাকে ছাড়িয়ে যাওয়ার চ্যালেঞ্জ সিলেটের। কারণ প্রথম আট ম্যাচে ঢাকায় ওভারপ্রতি রান উঠেছে ৮.৬৬ রেটে। ২০০’র বেশি দলীয় ইনিংস হয়েছে তিনটি আর ব্যক্তিগত সেঞ্চুরি দুটি। সেই ধারাটা কি থাকবে সিলেটে?