Beta
শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫
Beta
শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫

টেবিল টেনিস তারকা জাভেদের পাশে সেলিস

চুক্তিপত্র হাতে সেলিসের প্রধান নির্বাহী কর্মকর্তা জুলিয়ান ওয়েবারের সঙ্গে জাভেদ। ছবি: সংগৃহীত
চুক্তিপত্র হাতে সেলিসের প্রধান নির্বাহী কর্মকর্তা জুলিয়ান ওয়েবারের সঙ্গে জাভেদ। ছবি: সংগৃহীত
[publishpress_authors_box]

ক্রিকেট, ফুটবলের বাইরে অপ্রচলিত খেলাগুলোতে পৃষ্ঠপোষকতার বড়োই অভাব বাংলাদেশে। যে কারণে বেশিরভাগ খেলোয়াড়ই ক্যারিয়ারের মাঝপথে হারিয়ে যায়। টেবিল টেনিসের জাতীয় চ্যাম্পিয়ন জাভেদ আহমেদ সেই দিক দিয়ে সৌভাগ্যবান বলা যেতেই পারে।  

মাত্রই গত সপ্তাহে জাভেদকে স্পনসর করেছে নাভানা ফার্মাসিউটিক্যালস লিমিটেড। এবার জাভেদের পাশে এসে দাঁড়িয়েছে সফটওয়্যার কোম্পানি সেলিস।

জাভেদের সঙ্গে দুই বছরের জন্য চুক্তি করেছে প্রতিষ্ঠানটি। এই চুক্তির আওতায় সারা বছরে টেবিল টেনিস খেলায় ব্যবহৃত, বল, র‌্যাকেট, সু, নেট, টেবিলসহ নানা রকমের খেলার সরঞ্জাম পাচ্ছেন তিনি। এছাড়া এই প্রতিষ্ঠানের অন্যান্য কর্মীর মতো চাকরির সুবিধাও থাকছে। যেখানে এই প্রতিষ্ঠানের অন্য কর্মীদের মতোই চাকরি বিধির সব রকমের ভাতাসহ অন্যান্য সুযোগ সুবিধা বরাদ্দ থাকছে জাভেদের জন্য।

পুরুষ এককে বর্তমানে র‌্যাঙ্কিংয়ে চারে আছেন জাভেদ। এমন একটি স্পনসর প্রতিষ্ঠানকে পাশে পেয়ে খুশি তিনি, “আমরা সাধারণত সরকার বা ফেডারেশন থেকে সেভাবে সুযোগ সুবিধা পাই না। যে কারণে খেলার মাঝ পথে হারিয়ে যায় অনেক প্রতিভাবান খেলোয়াড়। কিন্তু এমন স্পনসর পেয়ে আমার ক্যারিয়ারটা আরও লম্বা করতে পারব। আমার পারফরম্যান্সেও উন্নতি হবে।”

অনুশীলনে মগ্ন টেবিল টেনিস খেলোয়াড় জাভেদ আহমেদ। ছবি: সংগৃহীত

স্পনসর প্রতিষ্ঠানের কর্মকর্তা রেদোয়ান আহমেদ বলেন, “ সেলিস সবসময়ই বিশ্বাস করে যে খেলাধুলা শৃঙ্খলা, দলীয় কাজ এবং আত্মবিশ্বাস গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই বিশ্বাসের প্রতিফলন হিসেবে সেলিস গর্বের সঙ্গে ঘোষণা করছে যে তারা জাতীয় টেবিল টেনিস চ্যাম্পিয়ন জাভেদ আহমেদকে স্পনসর করছে। এই অংশীদারিত্বের মাধ্যমে সেলিস জাভেদের উচ্চ সাফল্য কামনা করছে।” 

তিনি যোগ করেন, শুধু স্পনসর করাই নয়, সেলিস নিজেদের প্রতিষ্ঠানের অভ্যন্তরে খেলাধুলার সংস্কৃতি গড়ে তোলার প্রতিও প্রতিশ্রুতিবদ্ধ। এই লক্ষ্য পূরণের জন্য জাভেদ প্রতিষ্ঠানটিতে কোচ হিসেবে কাজ করছেন। যেখানে তিনি এই প্রতিষ্ঠানের কর্মীদের টেবিল টেনিসের প্রতি আগ্রহী করতে সহযোগিতা করবেন।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত