আলোচিত ও জনপ্রিয় তারকা দম্পতি হিসাবে ভক্তদের স্মৃতির মনিকোঠায় এখনও তাহসান-মিথিলা। দু’জনই সম্পর্কের সীমানা পেরিয়ে নতুন জীবনে পা বাড়িয়েছেন। কিছুটা পথ চলে যখন মিথিলার সঙ্গে জীবনসঙ্গী সৃজিতের সম্পর্কে ভাঙনের গুঞ্জন হাওয়ায় তখন বিয়ে করলেন তাহসান।
শনিবার সকালে এই বিয়ের খবর ছড়িয়ে পড়তেই ফের আলোচনায় এলেন তাহসান রহমান খান ও রাফিয়াত রশীদ মিথিলা। একই দিন সোশাল মিডিয়ায় মেয়ের সঙ্গে ছবি শেয়ার করে মিথিলা যেন নীরব প্রত্যুত্তর দিলেন- আমিও একা নেই।
এদিকে ভক্তদের নজরের কেন্দ্রে বড় জায়গা নিয়ে হাজির হয়েছেন তাহসানের স্ত্রী রোজা আহমেদ।
শনিবার ঢাকার একটি কমিউনিটি সেন্টারে বিয়ের অনু্ষ্ঠান হয়। সন্ধ্যায় তাহসান ও তার স্ত্রী ফেইসবুকে তাদের বিয়ের সাজে প্রথম ফ্রেমে বন্দি হওয়ার কিছু মুহূর্ত সোশাল হ্যান্ডেলে শেয়ার করেন।
তাহসানের পরনে দেখা যায় মিষ্টি গোলাপি রঙের শেরওয়ানি, অন্যদিকে একই রঙের শাড়িতে মোহমীয় সাজে ধরা দেন রোজা।
দুই পরিবারের উপস্থিতিতেই বিয়ের পর্ব সম্পন্ন হয় বলে জানালেন তাহসান।
“বিয়ে করার পরই সবাইকে জানাতে চেয়েছি। যে কারণে আগে কাউকে কিছু বলিনি। আমরা যেন একসঙ্গে সুন্দরভাবে পথ চলতে পারি, সেই দোয়া চাই।”
অন্যদিকে রোজা আহমেদও নিজের ভেরিফায়েড ফেইসবুক একাউন্টে বিয়ের ছবি প্রকাশ করেছেন।
ছবি পোস্ট করে ক্যাপশনে তিনি লিখেছেন, “আমি চমৎকার একজন মানুষ খুঁজে পেয়েছি।
“সে আমার কাছে বিশ্বাস, সম্মান ও বন্ধুত্ব চেয়েছে। আমি তাকে ওয়াদা করেছি এবং একসঙ্গে ঘর বেঁধেছি। সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ।”
তবে তারকাদের বিয়ে যে সহজ কিছু নয় সে উত্তাপ দ্রুতই টের পেয়েছেন তাহসান ও রোজা।
সোশাল মিডিয়াতে নানামুখী ট্রল শুরু হয়েছে এরমধ্যেই। মিথিলা প্রসঙ্গ যেমন উঠেছে তেমনি তাহসান ও স্ত্রী রোজার বয়সের ব্যবধান, রোজার বাবা ফারুক আহমেদের (পানামা ফারুক নামে পরিচিত) ক্রসফায়ারের নিহত হওয়ার ঘটনা নিয়ে চলছে তুমুল আলোচনা-সমালোচনা।
একাধিক মামলার আসামি ‘পানামা ফারুক’ ২০১৪ সালের ১০ ফেব্রুয়ারি ভোরে বরিশালে নিজ বাড়িতে ফেরার পথে চকবাজারে র্যাবের কথিত বন্দুকযুদ্ধে নিহত হন। বরিশালে এক সময় যুবলীগের নেতা হিসাবে নানা কাণ্ডের জন্য আলোচিত ছিলেন ফারুক, পুলিশের খাতায় সন্ত্রাসী হিসাবে নাম ছিল তার।
শুধু তাই নয় তাহসানের সঙ্গে রোজা আহমেদের বিয়ের খবরে মুখ খুলেছেন রোজার সাবেক প্রেমিক ফাইজুদ্দিন বেলাল; যিনি পেশায় একজন ব্যবসায়ী।
নয় বছরের সম্পর্ক ভুলে তাহসানকে বিয়ে করতেই তিন মাস আগে সম্পর্কের ছেদ ঘটিয়েছেন রোজা, এমন দাবি করেছেন ফাইজুদ্দিন বেলাল।
রোজার ক্যারিয়ার গড়ার পেছনে নিজের অবদান রয়েছে বলেও জানাচ্ছেন তিনি। ’নিজেকে প্রতারিত অনুভব করছেন’ জানিয়ে বক্তব্য দিয়েছেন দেশের সংবাদমাধ্যমে।
এতসব বিতর্কের মাঝে প্রশংসার বন্যাতেও ভাসছেন নতুন দম্পতি।
বিশেষ করে তাহসানের স্ত্রী রোজা আহমেদের উদ্যোক্তা হওয়ার যাত্রা নিয়ে ২০২৪ সালের একটি স্ট্যাটাস শেয়ার করছেন অনেকেই। বাবার অকালপ্রয়াণের পর তার সংগ্রামমুখর জীবন ও সফলতা নিয়ে এই লেখা কারও কাছে সাধুবাদ পেয়েছে, আবার কেউ এ নিয়ে ট্রল করতে ছাড়ছেন না।
একজন নারী উদ্যোক্তা ও রূপসজ্জাকর রোজা আহমেদ ১০ বছরের বেশি সময় ধরে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে ব্রাইডাল মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করছেন।
নিউ ইয়র্কে পড়াশোনা শেষ করেই থেমে থাকেননি রোজা। নিউ ইয়র্কের কুইন্সে রোজাস ব্রাইডাল মেকওভার নামে একটি প্রতিষ্ঠানও দাঁড় করিয়েছেন; কাজ করছেন দেশেও।
তার হাতে হাজারও তরুণী প্রশিক্ষণ নিয়েছেন বলে জানা গেছে। দেশের তারকাদেরও পছন্দের তালিকায় শীর্ষে আছেন রোজা। সোশাল মিডিয়ায়ও জনপ্রিয় রোজার ভেরিফাডেয়ড একাউন্টে আছে ২ লাখ অনুসারী। আর ‘রোজাস ব্রাইডাল মেকওভার’ পেইজে আছে ১৩ লাখ অনুসারী।
তাহসানকে ভুলে ভারতীয় নির্মাতা সৃজিত মুখার্জীকে বিয়ে করার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচণ্ড সমালোচনার মুখোমুখি হতে হয়েছিল মিথিলাকে।
তাহসান-রোজার বিয়ের খবরে ভক্তদের উচ্ছ্বাসের পাশাপাশি উন্মাদনা দেখে মিথিলা-সৃজিতের বিয়ে নিয়ে ট্রলকারীদের পাল্টা সমালোচনা করছেন নারীবাদীরা।
অর্থাৎ নতুন জীবনের পথে পা বাড়িয়েই হইচই ফেলে দিয়েছেন এ তারকা যুগল। শেষ পর্যন্ত ভক্তদের প্রত্যাশা, আলোচনা-সমালোচনার কোলাহল এড়িয়ে নবদম্পতির পথচলা সুখের হোক।