Beta
শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫
Beta
শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫

হানিমুন সেরে রোহিঙ্গা শিবিরে তাহসান

tahsan-on-rohingya-camp-01
[publishpress_authors_box]

মেকওভার আর্টিস্ট রোজা আহমেদকে বিয়ে করে দেশজুড়ে হৈচৈ ফেলে দিয়েছিলেন সংগীতশিল্পী তাহসান। নানামুখী সমালোচনা ও ট্রলের ঝড় থোড়াই কেয়ার করে স্ত্রীকে নিয়ে গত ৭ জানুয়ারি উড়াল দিয়েছিলেন মালদ্বীপে। সেখানে গিয়ে দারুণ সময় কাটিয়েছেন নবদম্পতি। রোমান্টিক ছবিতে সেসব মুহূর্ত ভক্তদের সঙ্গে শেয়ারও করেছেন দু’জন।

হানিমুন সেরেই তাহসান ছুটেছেন কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে। জাতিসংঘের সংস্থা ইউএনএইচসিআর এর শুভেচ্ছাদূত হিসেবে বৃহস্পতিবার তাহসান কয়েকদিন আগের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের দুঃসহ অভিজ্ঞতা শোনেন।

শুক্রবার সকালে রোহিঙ্গা ক্যাম্পের স্থিরচিত্র নিজের ভেরিফায়েড ফেইসবুক পেইজে পোস্ট করে ক্যাপশনে তাহসান লিখেন,

“গতকাল আমি কক্সবাজারের একটি রোহিঙ্গা আশ্রয়শিবির পরিদর্শন করেছি, যেখানে কয়েক সপ্তাহ আগে ভয়াবহ অগ্নিকাণ্ডে শত শত আশ্রয়শিবির ক্ষতিগ্রস্ত হয়েছে। মর্মান্তিক সেই দুর্ঘটনার পর ঘটনাস্থলে ঘুরে দেখার অভিজ্ঞতা বর্ণনাতীত। জীবন বাঁচানোর কাজে নিয়োজিত অগ্নিনির্বাপণকর্মী ও স্বেচ্ছাসেবকদের কাছ থেকে উদ্ধারকাজের গল্প শুনে ভীষণ রকম অনুপ্রাণিত হয়েছি। মাত্র কয়েক সপ্তাহের ব্যবধানে মানুষজন ধ্বংসস্তূপ থেকে আবার ঘুরে দাঁড়িয়েছে, নতুন করে তাদের জীবনের পথচলা শুরু করেছে, এতে সহায়তা নিয়ে এগিয়ে এসেছে বিভিন্ন মানবিক সংস্থা। শরণার্থীরা বারবার ভয়াবহ কষ্টের সম্মুখীন হচ্ছে, তাদের ধৈর্য ও সহনশীলতা ইউএনএইচসিআরের শুভেচ্ছাদূত হিসেবে আমাকে সব সময় অনুপ্রাণিত করে।”

মানবিক কাজের পাশাপাশি গান ও নিজের ব্যক্তিজীবন নিয়ে দারুণ সময় কাটাচ্ছেন তাহসান। সিঁথি সাহার সঙ্গে তার নতুন গানটিও দারুণ পছন্দ করেছেন শ্রোতারা। নবদম্পতি তাহসান-রোজা যে ভালো সময় কাটাচ্ছেন তারও প্রমাণ মিললো হানিমুনের ছবির ক্যাপশনে। রোজা লিখেছেন, “জীবনবুননে সুতা আমাদের অসীম গ্রথিত। এ প্রেম সুদৃঢ় স্বর্গমথিত।” এমন একটি ক্যাপশন দিয়ে কয়েকটি স্থিরচিত্র ও একটি ভিডিও ক্লিপ পোস্ট করেছেন রোজা।

প্রাক্তন স্ত্রী মিথিলার সঙ্গে বিচ্ছেদের দীর্ঘদিন পর গত ৪ জানুয়ারি রোজা আহমেদকে বিয়ে করে তাহসান। তাহসানের স্ত্রী রোজা আহমেদ পেশায় একজন ব্রাইডাল মেকআপ আর্টিস্ট।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত