Beta
শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫
Beta
শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫

বাবার নামে টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ছেলে

WhatsApp Image 2025-02-22 at 8.33.20 PM
[publishpress_authors_box]

বাবা গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের সঙ্গে নিয়মিত দাবা খেলতেন। বাবার হাতে দাবার হাতেখড়ি তাহসিন তাজওয়ারের। গত বছর ৫ জুলাই বাবা ও ছেলে এক সঙ্গে খেলছিলেন জাতীয় চ্যাম্পিয়নশিপে। সেখানেই মৃত্যুর কোলে ঢোলে পড়েন জিয়াউর রহমান।

দেশের অন্যতম সেরা এই গ্র্যান্ডমাস্টারের স্মৃতিতে পন পাওয়ার চেস ক্লাব আয়োজন করেন আন্তর্জাতিক রেটিং দাবা। যেখানে চ্যাম্পিয়ন হয়েছেন জিয়া তনয় তাহসিন।

৯ খেলায় ৭ পয়েন্ট পেয়েছেন তিনি। সমান পয়েন্ট পেয়ে ফিদে মাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ রানার-আপ হয়েছেন। সাড়ে ছয় করে নিয়ে আন্তর্জাতিক মাস্টার মিনহাজ উদ্দিন তৃতীয় ও ফিদে মাস্টার মোহাম্মদ জাভেদ চতুর্থ হন। ছয় পয়েন্ট নিয়ে আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিল পঞ্চম হন।

শেষ রাউন্ডের খেলায় ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া মহিলা ফিদে মাস্টার ওয়াদিফা আহমেদের সঙ্গে, ফিদে মাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিলের সঙ্গে ও ফিদে মাস্টার মোহাম্মদ জাভেদ স্বর্নাভো চৌধুরীর সঙ্গে ড্র করেন।

আন্তর্জাতিক মাস্টার মিনহাজ উদ্দিন ক্যান্ডিডেট মাস্টার  সাজিদুল হককে, মহিলা ফিদে মাস্টার নোশিন আঞ্জুম রায়ান রশিদ মুগ্ধকে, নাসির উদ্দিন মহিলা ক্যান্ডিডেট মাস্টার কাজী জারিন তাসনিমকে ও ক্যান্ডিডেট মাস্টার চঞ্চল কুমার ঘোষ আয়ান রহমানকে হারিয়েছেন।

৭ দিন ব্যাপী ৯ রাউন্ড সুইস-লিগ পদ্ধতির এ প্রতিযোগিতায় ৩১ জন ২০০০ এর উর্ধ্ব রেটিং প্রাপ্ত দাবাড়ু অংশগ্রহণ করেন। খেলা শেষে চ্যাম্পিয়ন ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়ার হাতে ট্রফি তুলে দেন বাংলাদেশ পুলিশের ডিআইজি ও বাংলাদেশ দাবা ফেডারেশনের সহ সভাপতি ড. শোয়েব রিয়াজ আলম।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত