Beta
বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৫
Beta
বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৫

তাইওয়ানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল নাউরু

Nauru
[publishpress_authors_box]

তাইওয়ানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করলো নাউরু। দেশটির সরকার সোমবার এমন ঘোষণা দিয়েছে।

নাউরুর সরকার এক ঘোষণায় বলেছে, তারা আর তাইওয়ানকে পৃথক দেশ হিসেবে স্বীকৃতি দেবে না। উল্টো একে চীনের অংশ হিসেবে বিবেচনা করবে। ঘোষণায় চীনের সঙ্গে সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠার বিষয়টিও প্রাধান্য পেয়েছে।

এরপরই তাইওয়ানের কর্মকর্তারা বলেন, “এই ঘটনা শুধু আমাদের গণতান্ত্রিক নির্বাচনের বিরুদ্ধে চীনের প্রতিশোধ নয়। আন্তর্জাতিক রীতিনীতির বরখেলাপ।”

এর আগে ২০০২ সালে দেশটি চীনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছিল। ২০০৫ সাল থেকে নাউরু তাইওয়ানের মিত্র হিসেবে বিবেচিত হয়ে আসছিল।

তাইপের প্রেসিডেন্ট নির্বাচন শেষ হওয়ার একদিনের মাথায় এমন ঘটনা ঘটলো। নির্বাচনে ডেমোক্রেটিক প্রোগ্রেসিভ পার্টি জয়ী হওয়ায় নাখোশ চীন।

তাইওয়ানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বজায় রাখা মাত্র ১২টি দেশের মধ্যে একটি ছিল মাইক্রোনেশীয় দ্বীপরাষ্ট্র নাউরু।

সাম্প্রতিক বছরগুলোতে তাইওয়ানের মিত্রদের সঙ্গে সখ্যতা বাড়িয়েছে চীন। বলা হচ্ছে, তাইপেকে চাপে রাখতেই এমন কৌশলে হাটছে বেইজিং।

তাইওয়ান বলছে, নাউরুর সম্পর্ক ছিন্ন করার সঙ্গে সাম্প্রতিক নির্বাচনের ফলাফলের সম্পর্ক আছে। কারণ এই নির্বাচনের ফলাফলে চীন ক্ষুব্ধ।

সোমবার তাইওয়ানের উপ-পররাষ্ট্রমন্ত্রী তেন চুং-কওয়াং তাইপেতে এক সংবাদ সম্মেলন করেন। সেখানে তিনি অভিযোগ করে বলেন, “নাউরুর সাম্প্রতিক ‘রাজনৈতিক অস্থিরতা’র সুযোগ নিয়ে আর্থিক সহায়তা দিয়ে দেশটিকে ‘কিনেছে’ চীন।”

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, “নাউরুর সরকারের চীনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনের সিদ্ধান্ত প্রমাণ করে যে, ‘এক চীন’ নীতি হলো জনগণের ইচ্ছা এবং সময়ের চাহিদা।”

এর আগে ২০০২ সালে নাউরু চীনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছিল। পরে ২০০৫ সালে তাইওয়ানের সঙ্গে সম্পর্ক স্থাপন করে।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত