Beta
শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫
Beta
শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫

সিলেটে তামিম রেগে গিয়েছিলেন যে কারণে

Capture
[publishpress_authors_box]

রংপুর রাইডার্স ও ফরচুন বরিশালের স্নায়ুক্ষয়ী ম্যাচ শেষে পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠে তামিম ইকবাল ও অ্যালেক্স হেলসের বিতন্ডায়।

রংপুর রাইডার্সের নাটকীয় জয়ের দুই দলের খেলোয়াড়েরা সৌহার্দ্য বিনিময় করছিলেন মাঠে। তখন টেলিভিশনের পর্দায় তামিম ইকবারের উত্তেজিত হয়ে ওঠার দৃশ্য দেখা যায়। তামিম রেগে গিয়ে কাউকে কিছু বলছিলেন, তাকে শান্ত করার চেষ্টা করছিলেন রংপুর রাইডার্সের এক কর্মকর্তা।

জানা গেছে, তামিম রেগে গিয়েছিলেন রংপুর রাইডার্সের ইংলিশ ওপেনার অ্যালেক্স হেলসের ওপর। হাত মেলানোর সময় হেলস আপত্তিকর ভাবে তামিমকে ব্যঙ্গ করেন। হেলসকে লক্ষ্য করে তামিম বলেছেন, “এ রকম করছ কেন? কিছু বলার থাকলে মুখে বলো। বি আ ম্যান।”

এরপর হেলসও পেছন থেকে কিছু একটা বললে খেপে যান তামিম। তখনই তিনি তেড়ে যেতে চান হেলসের দিকে। একে তো জেতা ম্যাচ হেরেছে, তার ওপর প্রতিপক্ষ ক্রিকেটারের খোঁচা। তাই মেজাজ ধরে রাখতে পারেননি তামিম।

ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে বরিশালের ব্যাটিং কোচ নাফিস ইকবালও কথা বলেছেন এ নিয়ে। যদিও ঘটনার বিস্তারিত বলতে পারেননি তিনি। নাফিস বলেন, “আমি নিশ্চিত না, এটা নিয়ে এখনও কথা হয়নি। উত্তেজিত হয়েছে (তামিম), এটা দেখেছি।’

ঘটনাটা আবেগ থেকে হয়েছে বলেই মনে করেন তামিমের অগ্রজ নাফিস, ‘ম্যাচ হারার পর, বিশেষ করে এই ধরনের ম্যাচে, অনেক আবেগ চলে আসে। আশা করি, সিরিয়াস কোনো কিছু নয়। নিশ্চয়ই কিছু একটা বলা হয়েছিল (তামিমকে), যার প্রতিক্রিয়া ছিল (তামিমের উত্তেজিত হওয়া)। তবে আমার মনে হয়, তেমন সিরিয়াস কিছু নয়।”

ম্যাচে শেষ ওভারে কাইল মায়ার্সের ওভারে নুরুল হাসান সোহান ৩০ রান নিয়ে বরিশালের বিপক্ষে রংপুরকে জেতান।  

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত