Beta
মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫
Beta
মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫

জনসমুদ্রের মঞ্চে তামিম-মুশফিকদের মাত্র ৫ মিনিট

বরিশালের বেলস পার্কে সমর্থকদের সঙ্গে মুশফিকের সেলফি। ছবি : ফেইসবুক
বরিশালের বেলস পার্কে সমর্থকদের সঙ্গে মুশফিকের সেলফি। ছবি : ফেইসবুক
[publishpress_authors_box]

ফরচুন বরিশালের ট্রফি উৎসব ঘিরে বরিশালবাসীর উন্মাদনা ছিল তুঙ্গে। তা এমনই পর্যায়ে চলে যায় যে উৎসব রূপ নেয় উৎপাতে। স্থানীয়দের ভীড়ে যাদের জন্য আয়োজন তারাই মঞ্চে থাকতে পারেননি। তামিম-মুশফিক-মাহমুদউল্লাহরা মাত্র ৫ মিনিট থাকতে পেরেছেন মঞ্চে।

গত মৌসুমে শিরোপা জেতার পর ফরচুন বরিশাল দলের বিভাগীয় শহরে যাওয়ার কথা ছিল। কিন্তু পরিকল্পনান পূর্ণ হয়নি। টানা দ্বিতীয় মৌসুম শিরোপা জেতায় এবার আর দেরি করেনি মালিকপক্ষ। শুক্রবার বিপিএল চ্যাম্পিয়ন হওয়ার পর রবিবার বরিশাল যাওয়ার দিন ঠিক হয়।

এদিন বাংলাদেশ বিমানের একটি বরিশাল রুটের বিমান ভাড়া করে পুরো দলকে জেলা শহরে নিয়ে যান বরিশালের মালিক মিজানুর রহমান। দুপুর আড়াইটায় বরিশালের ঐতিহ্যবাহী বেলস পার্ক ময়দানে ট্রফি উৎসব নির্ধারিত থাকে।

কিন্তু বিমানে করে ঠিক সময়ে বরিশাল পৌঁছলেও বেলস পাকে পা রাখতে বরিশাল দলের লেগে যায় দুই ঘণ্টার মতো। মূল রাস্তা থেকে পার্কের একপ্রান্তে তৈরি করা মঞ্চে যেতে ৫০ মিটার রাস্তা পার করতে লেগেছে ১ ঘণ্টা।

এরপর মঞ্চে উঠার মুখেও বিপত্তিতে পড়েছেন ক্রিকেটাররা। আগে থেকেই সেখানে স্থানীয় প্রশাসনের লোকদের ভীড় থাকায় তামিমরাই দাঁড়াতে পারেননি মঞ্চে। কোনরকমে একেক জন ট্রফি উঁচিয়ে ধরে নিজেদের দেখা দিয়েছেন জনতার সামনে। ক্রিকেটারদের হাতে দুই মৌসুমের ট্রফিই ছিল।

পরক্ষণেই তারা নেমে যান মঞ্চ থেকে। সারাদিন অপেক্ষার পর প্রিয় তারকাদের ঠিকমতো দেখতে না পারা, তাদের মুখ থেকে কোন শুভেচ্ছাবাণী বা ধন্যবাদ ভাষণ শুনতে না পেরে ক্ষুব্ধ হয়ে ওঠেন মাঠে থাকা সমর্থকরা। এক পর্যায়ে ক্রিকেটাররা নেমে যাওয়ার পর মঞ্চে উপস্থিত থাকা লোকদের দিকে জুতা-চেয়ার নিক্ষেপ করেন তারা।

প্রচণ্ড ভীড়ের কারণে মঞ্চের এই অব্যবস্থাপনা বাদ দিলে বরিশাল দলের ভ্রমণে কোন বিপত্তি ছিল না। বিমানবন্দর থেকে বেলস পার্ক পর্যন্ত ১৬ কিলোমিটার রাস্তা বিপিএলের সময় ব্যবহার করা বাস তৈরি ছিল বরিশাল দলের জন্য।

আয়োজন দারুণ হলেও অব্যবস্থাপনার কারণে বরিশালবাসীর ক্রিকেটারদের দেখার, তাদের কথা শোনার স্বপ্নটা পরিপূর্ণ হয়নি। ক্রিকেটকে ভালোবাসা সমর্থকদের ক্রিকেটার দেখার সুযোগ হলো মাত্র ৫ মিনিট।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত