তামিম ইকবালকে দলে রেখে ইতিমধ্যে জাতীয় ক্রিকেট লিগ টি-টোয়েন্টির দল ঘোষণা করেছে চট্টগ্রাম বিভাগ। তবে বিসিবি থেকে খেলার ছাড়পত্র তো পেতে হবে! সেই ছাড়পত্র বা সবুজ সংকেত পেয়ে গেছেন তামিম। বাংলাদেশ ওপেনারের ১১ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া আসরে খেলতে আর বাধা নেই।
সবশেষ ঢাকা প্রিমিয়ার লিগের পর থেকে প্রতিযোগীতামূলক ক্রিকেটের সঙ্গে নেই তামিম। এতদিন পর মাঠে ফিরতে ফিটনেস পাস করা বড় একটু ইস্যু ছিল। গত কয়েকদিনে ব্যাটিংয়ের পাশাপাশি তামিমকে ফিটনেস নিয়ে খুব কাজ করতে দেখা গেছে মিরপুর স্টেডিয়ামে। নির্বাচক হান্নান সরকার জানিয়েছিলেন চট্টগ্রামের দলে তামিম থাকলেও ফিটনেস টেস্টে পাস করতে হবে তাকে।
বুধবার মিরপুরে সেই ফিটনেস টেস্ট দিয়েছেন তামিম। সেই পরীক্ষায় উতরে গেছেন বলে সকাল সন্ধ্যাকে জানিয়েছেন বিসিবির একটি সূত্র। অবশ্য তামিমদের মতো অভিজ্ঞ ক্রিকেটারদের ফিটনেস পরীক্ষায় খুব কঠিন কিছু রাখা হয় না। তাই পাস করতে বেশি বেগ পেতে হয়নি তামিমকে।
জাতীয় লিগে খেলা আট দল নিয়ে আগামী ১১ থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত শুধুমাত্র স্থানীয় ক্রিকেটারদের অংশগ্রহণে হবে এনসিএল টি-টোয়েন্টি। লিগ পর্বের খেলা হবে সিলেট স্টেডিয়ামের দুই মাঠে। পরে প্লে অফ এবং ফাইনাল হবে মিরপুরে।