বাংলাদেশের চ্যাম্পিয়নস ট্রফি শুরু হচ্ছে আজ (বৃহস্পতিবার)। প্রথম ম্যাচেই প্রতিপক্ষ শক্তিশালী ভারত। ২০০৭ ওয়ানডে বিশ্বকাপে তামিম ইকবালের দারুণ শুরুতে ধরাশায়ী হয়েছিল ভারত। সেই তামিম নাজমুল হোসেন শান্তদের উজ্জীবিত করতে এখন দুবাইয়ে।
তামিম চাইলে খেলতে পারতেন চ্যাম্পিয়নস ট্রফিতে। নির্বাচকরা চেয়েছিলেন তাকে। তবে তরুণদের জায়গা করে দিতে জাতীয় দলে আর ফিরতে চাননি তামিম।
দুবাইয়ের এক বিখ্যাত রেস্টুরেন্টে শান্ত-মিরাজদের পাশাপাশি বড় ভাই নাফিস ইকবালের সঙ্গে সময় কাটিয়েছেন তামিম। বাংলাদেশ দলের ম্যানেজার হিসেবে কাজ করছেন নাফিস।
নৈশভোজের পর বুধবার রাতে একটি ছবি নিজের অফিশিয়াল ফেইসবুক পেজে পোস্ট করেছেন তামিম ইকবাল। তিনি বাংলাদেশকে শুভকামনা জানিয়ে লিখেছেন, ‘‘শুভকামনা বাংলাদেশ দলকে। আশা করছি চ্যাম্পিয়নস ট্রফিটা দারুণভাবে শুরু হবে।’’
তামিমকে দুবাইয়ে দেখা যায় প্রায়ই। বাংলাদেশ-ভারত ম্যাচে আজ দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের গ্যালারিতেই হয়তো দেখা যাবে তাকে। তামিমের উপস্থিতি ভারতের বিপক্ষে বাংলাদেশ দলকে আত্মবিশ্বাসী করে তুলবে নিঃসন্দেহে।
তামিমের আগে ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা শুভকামনা জানিয়েছিলেন শান্তদের। তিনি পরামর্শ দিয়েছিলেন সাহস নিয়ে খেলার। বাংলাদেশ আজ সাহসী ক্রিকেট খেলতে পারে কিনা সেটাই দেখার।