Beta
বুধবার, ২৯ জানুয়ারি, ২০২৫
Beta
বুধবার, ২৯ জানুয়ারি, ২০২৫

রংপুরকে ছুঁয়েও দুইয়ে বরিশাল

৩৭ বলে ৬৩ রানের ইনিংসে ম্যাচ সেরা হয়েছেন ডেভিড মালান। ছবি : সংগৃহীত
৩৭ বলে ৬৩ রানের ইনিংসে ম্যাচ সেরা হয়েছেন ডেভিড মালান। ছবি : সংগৃহীত
[publishpress_authors_box]

লক্ষ্যটা ১৮৮ রানের। মিরপুরে ব্যাটিং বান্ধব পিচ হলেও খুলনা টাইগার্সের বিপক্ষে ফরচুন বরিশালের জন্য চ্যালেঞ্জের ছিল এটা। সোমবার মিরপুরে সেই চ্যালেঞ্জও পেরিয়ে গেল দারুণ ছন্দে থাকা তামিম ইকবালের দল। ৫ বল বাকি থাকতে ৫ উইকেটের জয় পেল তারা।

এই জয়ে ১০ ম্যাচে ১৬ পয়েন্ট বরিশালের। সমান ম্যাচে ১৬ পয়েন্ট রংপুর রাইডার্সেরও। তবে নেট রান রেটে পিছিয়ে থাকায় দুইয়ে বরিশাল। রংপুরের নেট রান রেট ১.০৭০ আর বরিশালের ১.০৩৩। ১০ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে খুলনা আছে পাঁচ নম্বরে। প্লে-অফের দৌড় থেকে ছিটকে না গেলেও চ্যালেঞ্জটা বাড়ল তাদের। কেননা ৯ ম্যাচে চিটাগংয়ের পয়েন্ট ১০ আর ১১ ম্যাচে রাজশাহীর ১০।

মিরাজকে বোল্ড করার পর এবাদত হোসেনের স্যালুট। ছবি : সংগৃহীত

শুরুতে ব্যাট করে খুলনা করেছিল ৫ উইকেটে ১৮৭। মোহাম্মদ নাইম ২৭ বলে ৫১, মেহেদী হাসান মিরাজ ১৮ বলে ২৯ আর আফিফ হোসেন ২৭ বলে করেছিলেন ৩২ রান। ৪৯ রানে ফাহিম আশরাফ নেন ২ উইকেট। এবাদত হোসেন ৪৫ রানে নেন ১ উইকেট। তার বলে পায়ে আঘাত পেয়ে মিরাজ স্ট্রেচারে মাঠ ছাড়লেও পরে মাঠে ফিরে করেছেন ফিল্ডিং।

জবাবে ডেভিড মালানের ৩৭ বলে ৮ বাউন্ডারি ৩ ছক্কায় ৬৩ রানে জয়ের বন্দরে পৌঁছায় বরিশাল। ম্যাচ সেরাও হয়েছেন মালান। মুশফিকুর রহিম ১৭ বলে ২৪, মাহমুদউল্লাহ ১৩ বলে ২৪ আর তামিম ইকবাল করেছিলেন ২৫ বলে ২৭ রান। ৩৫ রানে ২ উইকেট আবু হায়দারের।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত