ব্যাপারটা কিছুটা বেন স্টোকসের নিউজিল্যান্ডকে হারিয়ে ইংল্যান্ডকে ২০১৯ বিশ্বকাপ এনে দেওয়ার মতো। স্টোকসের জন্ম, বেড়ে ওঠা নিউজিল্যান্ডে। কিন্তু পরিচিত হয়ে উঠেছেন ইংলিশ ক্রিকেটার হিসেবে। ২০১৯ বিশ্বকাপে জন্মভূমিকে একাই হারিয়ে প্রথম ওয়ানডে বিশ্বকাপ এনে দেন ইংল্যান্ডকে।
তামিম ইকবালের জন্ম চট্টগ্রামে, বেড়ে উঠেছেন সেখানে। আর এখন ফরচুন বরিশালের আইকন হয়ে বনে গেছেন বরিশালের প্রতীক। সদ্য শেষ হওয়া বিপিএল নিজ জন্ম শহর চট্টগ্রামকে হারিয়ে বরিশালের হয়ে শিরোপা জিতলেন তামিম।
ফাইনাল শেষে সংবাদ সম্মেলনে এনিয়ে বেশ রসিকতা হলো। তামিম নিজেও যোগ দিলেন তাতে। চট্টগ্রাম তাকে নেয় না, তাই নিজেকে এখন বরিশালের ভাবতে বাধা নেই এই ব্যাটারের।
নিজ এলাকাকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার প্রশ্ন শুনেই হেসে ওঠা তামিম বলেছেন, “চিটাগং নেয় না তো আমাকে… আমি কী করব বলেন!” এর আগে – আপনি কি এখন নিজেকে সম্মানসূচক বরিশাইল্যা দাবি করতে পারেন, প্রশ্নে উত্তরেও হেসে সায় দিয়েছেন তামিম। তার মানে তামিম এখন ‘বরিশাইল্যা’।
এরকমটা নতুন কিছু নয়। ভারতের আইপিএল এর উৎকৃষ্ট উদাহরণ। ঝারখন্ডে জন্ম নেওয়া ধোনি এখন চেন্নাই সুপার কিংসের ব্র্যান্ড, একই ভাবে দিল্লির বিরাট কোহলি তার এলাকার না হয়ে হয়ে উঠেছেন বেঙ্গালুরুর। তামিমের উদাহরণ এখনই ওই রকম হয়নি তবে মিলে গেছে অনেকটা।
তামিম এখন বরিশাল দলটির ভেতরে-বাইরে মিশে গেছেন পুরোটা। তাকে কেন্দ্র করে বরিশাল দলটির এখন দেশের সবচেয়ে বড় ফ্যান বেজ। তামিমও স্বীকার করেছেন, “বরিশালের জন্য এটা বিশাল ব্যাপার। আগের চার-পাঁচ বছরে বরিশাল সম্ভবত একবার ফাইনাল খেলেছে, যদি ভুল না করে থাকি। এরপর বরিশালের পারফরম্যান্স প্রত্যাশিত ছিল না। ঢাকা শহরে বরিশালের অনেক লোক থাকেন, বিশেষ করে মিরপুরে। টুর্নামেন্টজুড়ে আমরা কতটা সমর্থন পেয়েছি, দেখতেই পেয়েছেন। তাদের জন্য ট্রফি জিততে পারা দারুণ ব্যাপার।”
বিপিএলের মানের চেয়ে বরিশালের ফ্যানবেজ এগিয়ে গেছে। খেলা মিরপুরে হোক বা সিলেটে অথবা চট্টগ্রামে, বরিশালের দর্শকে ভরা ছিল গ্যালারি। আগের মৌসুমের চেয়ে এবার তা ছিল আরও বেশি। বিপিএল ফ্র্যাঞ্চাইজির মধ্যে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের জন্য এতটা সমর্থন আছে। তবে বরিশালের সমর্থন এবার সবকিছুকেই ছাড়িয়ে গেছে।
তামিম নিজে ফরচুন বরিশালকে পরিবার মনে করেন। এই দলটির মালিক মিজানুর রহমান ক্রিকেট নিয়ে কোন কিছুতেই নাক গলান না বলে তার প্রশংসা করেছেন তামিম। দলের চাহিদা মাথায় রেখে অর্থ ঢালতেও আপত্তি করেন না বলে এমন ফ্র্যাঞ্চাইজি মালিকদের ধন্যবাদ দেওয়ার অনুরোধ করেছেন তামিম।