Beta
শনিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৫
Beta
শনিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৫

বিদায়ী মঞ্চে ‘তামিমিয়ান’ ‘সাকিবিয়ান’ বন্ধ করার অনুরোধ তামিমের

tamim
[publishpress_authors_box]

আগেই জানা ছিল বিপিএল ফাইনালে বিশেষ সম্মাননা দেওয়া হবে তামিম ইকবালকে। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ায় দেশ সেরা ব্যাটারের প্রতি বিসিবির এই উদ্যোগ। এই সম্মাননায় মাঠ থেকে বিদায় নেওয়ার একটা আক্ষেপ মিটেছে তামিমের।

এদিন তামিমকে সম্মান সূচক জার্সির স্মারক উপহার দিয়েছে বিসিবি। টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টির ফরম্যাট ভেদে তিনটি জার্সি একই ফ্রেমে বাঁধাই করে দেওয়া হয়েছে। বলার অপেক্ষা রাখে না তিনটি জার্সি তামিমেরই। সেই জার্সিগুলোতে আবার তামিমের ক্যারিয়ার পরিসংখ্যান সোনালী হরফে লেখা।

তবে ওই ছোট বিদায়ী অনুষ্ঠানে তামিমকে দেওয়া উপহার নয় নজর কেড়েছে তার কথা। দেশের ক্রিকেটকে শেষ করে দেওয়া ভক্ত – বিভক্তি থামানোর অনুরোধ জানিয়েছেন তামিম।

বাংলাদেশে একটা সময় শুধু ক্রিকেটের ভক্ত ছিল। দেশের ক্রিকেটারদের সঙ্গে তারাও একসঙ্গে গর্জে উঠতো। তবে গত কয়েক বছর যাবত ভক্তরা হয়েছেন বিভক্ত। তামিম, সাকিব, মাশরাফির নামে আলাদা ভক্তকুল তৈরি হয়েছে।

এই ভক্তকুল আবার অপর ক্রিকেটারের ভালো নয় বরং খারাপটাই চেয়ে আসছেন। সাকিব ফ্লপ করলে খুশি হচ্ছেন তামিমের ভক্তরা আবার এর উল্টোটা হচ্ছে। একই ক্রিকেটার বিপদে পড়লেও খুশি হচ্ছেন অপরপক্ষের ভক্তরা। সমালোচনা, ব্যঙ্গ, ঝগড়া লেগে যাওয়া এমনকি ক্রিকেটারদের পরিবারকে নিয়েও মজা করছেন অপরপক্ষের ভক্তরা। বিশেষ করে তামিম-সাকিবের বেলাতেই এই অবস্থাটা বেশি।

তামিম বাংলাদেশের ক্রিকেট ভক্তদের কাছে এসব থামানোর বার্তা দিয়েছেন। বিদায়ী মঞ্চে তামিম বলেছেন, “এখানে তামিমিয়ান, সাকিবিয়ান, মাশরাফিয়ান বলতে কিছু নেই। সমর্থক বলতে একমাত্র বাংলাদেশের সমর্থক। এসব জিনিস বাংলাদেশের ক্রিকেট ধ্বংস করেছে। প্লিজ, আপনারা এসব বন্ধ করুন।” 

“আপনারা আমার ভক্ত হতে পারেন, সাকিবের ভক্ত হতে পারেন, মাশরাফির ভক্ত কিংবা অন্য কারও ভক্ত হতে পারেন। আমরা সবাই একজন বাংলাদেশি হিসেবে খেলি। এসব বন্ধ করুন। কারণ এগুলো তরুণ প্রজন্মকে ধ্বংস করছে। আপনাদের জন্য এটাই আমার শেষ বার্তা। আমরা সবাই বাংলাদেশি, এর বাইরে কিছু না। প্লিজ, দলকে সমর্থন করুন।”

এদিন ফরচুন বরিশালকে টানা দ্বিতীয় শিরোপা এনে দিয়েছেন তামিম ইকবাল। নিজে হয়েছেন ফাইনাল সেরা। আগামী মাসে ভারতে অনুষ্ঠিত লিজেন্ডস লিগ ক্রিকেট তামিমের পরবর্তী অ্যাসাইনমেন্ট। ওই আসরে খেলবেন সাকিব আল হাসানও।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত