জাতীয় দলে ফেরার লড়াইয়ে নিজেকে প্রমাণ করার পথেই আছেন তামিম ইকবাল। প্রমাণের বিষয়টা অবশ্য অভিজ্ঞতার নয়, মাঠের ক্রিকেটে অনেকদিন পর ভালো করার। সেই চ্যালেঞ্জে অনভ্যস্ততা ঝেড়ে ফেলার লড়াইয়ে বৃহস্পতিবার প্রথম ফিফটি এল তামিমের ব্যাটে।
৩৩ বলে ৬৫ রানের ঝড়ো ইনিংসে নিজেকে প্রস্তুত রাখার প্রথম ধাপ পার করলেন। ৮ চার ও তিনটি ছক্কায় ১৯৬ স্ট্রাইকরেটে রান তুলেছেন তামিম। তার ব্যাটে ৯ উইকেটে ১৪৫ রান করে এনসিএল টি-টোয়েন্টিতে সিলেটের বিপক্ষে ১২ রানে প্রথম ম্যাচও জিতেছে চট্টগ্রাম বিভাগ।
তামিমের সঙ্গে ওপেন করতে নামা মাহমুদুল হাসান জয় ১৭ বলে করেছেন ২৯ রান। দুজনের ৮০ রানের জুটির পর আর কোন উইকেটে রান করতে পারেনি চট্টগ্রাম। জবাবে আগেরদিন দুইশো রান করা সিলেট মাত্র ১৩৩ রানে অলআউট হয় ১৪.২ ওভারে। দলটির তৌফিক খান তুষার ৩৬ বলে ৭ চার ও ৬ ছক্কায় ৭৬ রান করেন। চট্টগ্রামের দুই স্পিনার হাসান মুরাদ ও নাঈম হাসান তিনটি করে উইকেট নেন।
দিনের অন্য ম্যাচে শেষ ওভারে মাত্র ৮ রান নিতে পারেনি বরিশাল। খুলনার বিপক্ষে শেষ ওভারে তিন উইকেট হারিয়ে ম্যাচ মাত্র ১ রানে হেরেছে তারা। রোমাঞ্চকর লো স্কোরিং ম্যাচে মেহেদি হাসান রানার করা শেষ ওভারে বরিশালের তিনটি ব্যাটার রান আউট হন।
আগে ব্যাট করে খুলনা ৯ উইকেটে ১৩০ রান তোলে। জবাবে ৯ উইকেটে ১২৯ রানে অলআউট হয় বরিশাল।