চ্যাম্পিয়ন্স ট্রফিতে তামিম ইকবালের খেলার গুঞ্জন অনেকদিন ধরেই চলছে। এই কঠিন প্রশ্নের উত্তর পাওয়াও যেন কঠিন। কিছুদিন আগেই একটি ব্লগে তামিম জানিয়ে দেন আন্তর্জাতিক ক্রিকেটে ইতি টেনেছেন। কিন্তু বুধবার সিলেটে প্রধান নির্বাচক জানিয়েছেন তামিম পরিবারের সঙ্গে আলোচনা করে তাদের সিদ্ধান্ত জানাবেন।
পরিবার চলে আসায় তামিমের সিদ্ধান্তকে বেশ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বাংলাদেশ ওপেনার চ্যাম্পিয়নস ট্রফির দলে থাকলেও এটাই তার শেষ আসর হতে পারে। পরিবারের সঙ্গে আলোচনার বিষয়টি সামনে আসায় অনেকেই এমন ধারণা করছেন।
যে সিদ্ধান্তই আসুক তামিমকে আগে দলে থাকতে হবে। তা জানতে আর কিছুদিন অপেক্ষা করতে হচ্ছে। সিলেটে টিম হোটেলে তামিমের সঙ্গে আলোচনা শেষে এমন জানিয়েছেন নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু।
সংবাদ মাধ্যমে প্রধান নির্বাচক জানিয়েছেন, “বেশ কিছু বিষয় নিয়ে খোলামেলা আলোচনা হয়েছে। তামিম কি করতে চান তা আগে থেকেই ভেবে রেখেছেন। তারপরও কিছু বিষয়ে সিদ্ধান্ত নিতে একটু সময় লাগে। তখন পরিবারের সিদ্ধান্ত বা মতামত প্রয়োজন। পরিবারকে সবাই সম্মান করে। আমি এখানে কিছু বলে দিলে তা তামিমের পক্ষে স্টেটমেন্ট হয়ে যায়। এটা তামিমের মুখ থেকেই শোনা ভালো।”
চ্যম্পিয়নস ট্রফির দল দিতে হবে ১২ জানুয়ারীর আগে। যে কোন আইসিসি আসরেই দল দেওয়া নিয়ে নাটক তৈরি হয় বিসিবিতে। এবারও ব্যতিক্রম নয়। অনেক আগেই ইংল্যান্ড দল দিয়েছে। অন্য দলগুলোও ১২ তারিখের আগেই দল দিয়ে দিতে পারে। কিন্তু বিসিবি আবারও বাংলাদেশ সমর্থকদের অপেক্ষায় রাখতে যাচ্ছে।
প্রধান নির্বাচক বলেছেন, “আমরা মনে করছি একটু সময় আছে। সে একটি টুর্নামেন্টে খেলছেন। আমাদের তো আগে থেকেই একটা হোমওয়ার্ক করা আছে। দ্রুত বোর্ডের কাছে দেওয়া কঠিন কিছু না। আমরা তামিমের সিদ্ধান্তের সম্মান জানাই। সে যদি আমাদের থেকে একটু সময় নিতে চায় তো সমস্যা নেই। বোর্ডের সঙ্গে কথা বলেছি তাদেরও কোন অসুবিধা নেই। কিছু আর একটু অপেক্ষা করুন, অনেকদিন তো ওয়েট করলেন। বেশি তাড়াহুড়ো করলে রান আউট হওয়ার সম্ভাবনা থাকে!”
২০২৩ সালের সেপ্টেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে দেশের মাঠে ওয়ানডে সিরিজের পর তামিম আর জাতীয় দলে খেলেননি। সবশেষ টেস্ট খেলেছেন তিনি ২০২৩ সালের এপ্রিলে। আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে আরও আগেই অবসর নিয়েছিলেন।
২০২৩ সালের ডিসেম্বরে বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে নিজে থেকে সরে দাঁড়ান তামিম। এরপর বোর্ডের কোনো ধরনের চুক্তিতে তিনি আর নেই। তবুও তামিম আলোচনায় থাকেন সবসময়। এর কারণ জাতীয় দলের ওপেনারদের নিয়মিত ব্যর্থতা। বড় মঞ্চে তামিমের মতো সফলতা দেখাতে পারেননি লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, তানজিদ হাসান তামিমদের কেউই।