Beta
শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫
Beta
শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫

তামিম-মালানে ম্লান ঢাকা

তামিম-মালানের ১১৭ রানের জুটিতে ৮ উইকেটের সহজ জয় পেয়েছে ফরচুন বরিশাল। ছবি : ক্রিকইনফো
তামিম-মালানের ১১৭ রানের জুটিতে ৮ উইকেটের সহজ জয় পেয়েছে ফরচুন বরিশাল। ছবি : ক্রিকইনফো
[publishpress_authors_box]

এবারের বিপিএলে আজই (বৃহস্পতিবার) ফরচুন বরিশালের হয়ে প্রথম ম্যাচ খেললেন ডেভিড মালান। তামিম ইকবালের সঙ্গে সেই মালানের দ্বিতীয় উইকেটে ১১৭ রানের জুটিতে রীতিমত ম্লান ঢাকা ক্যাপিটালস। ঢাকার ১৩৯ রানের চ্যালেঞ্জ বরিশাল পেরিয়ে যায় ৮ উইকেট ও ২৪ বল হাতে রেখে।

৮ উইকেটের জয়ে পয়েন্ট টেবিলের দুইয়ে উঠে এল বরিশাল। ৭ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে শীর্ষে রংপুর রাইডার্স। ৬ ম্যাচে বরিশালের পয়েন্ট ৮। ৪ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে চিটাগং কিংস নেমে গেল তিন নম্বরে। আর ৮ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে তলানিতেই ঢাকা।

বরিশালের হয়ে তামিম ইকবাল ৪৮ বলে ৬ বাউন্ডারি ১ ছক্কায় করেন ৬১ রান। ডেভিড মালান অপরাজিত ছিলেন ৪১ বলে ৩ বাউন্ডারি ১ ছক্কায় ৪৯ রানে।এই ফিফটিতে একটা রেকর্ডও গড়েছেন তামিম। বরিশালের হয়ে এখন সর্বোচ্চ ৭টি পঞ্চাশোর্ধ্ব ইনিংস তার। পেছনে ফেলেছেন সাকিব আল হাসানের খেলা ৬টি পঞ্চাশোর্ধ্ব ইনিংসকে।

৪৪ বলে ৬২ রানের ইনিংস খেলেছেন তানজিদ হাসান।

সিলেটে নিজেদের সবশেষ ম্যাচে ২৫৪ রানের রেকর্ড গড়েছিল ঢাকা। সেই ম্যাচে সেঞ্চুরি করেছিলেন তানজিদ হাসান তামিম ও লিটন দাস।

আজও তানজিদ খেলেন ৪৪ বলে ২ বাউন্ডারি ৪ ছক্কায় ৬২ রানের ঝড়ো ইনিংস। তবে ব্যর্থ লিটন ফেরেন ১৭ বলে ১৩ করে। শেষ দিকে ফরমানউল্লাহ করেন ১৬ বলে ২২। তানভির ইসলাম ৩৯ রানে নেন ৩ উইকেট।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত