Beta
মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪
Beta
মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪
বাংলাদেশ-মালদ্বীপ ফিফা ফ্রেন্ডলি

তপু বললেন, এই জয়টা আমাদের জরুরি ছিল

সতীর্থদের সঙ্গে উদযাপন করছেন তপু। ছবি: বাফুফে
সতীর্থদের সঙ্গে উদযাপন করছেন তপু। ছবি: বাফুফে
Picture of ক্রীড়া প্রতিবেদক

ক্রীড়া প্রতিবেদক

[publishpress_authors_box]

মালদ্বীপের বিপক্ষে দুর্দান্ত জয়ের পর বসুন্ধরা কিংস অ্যারেনায় ড্রেসিং রুমের সামনে দর্শকদের প্রচন্ড ভীড়। হাতে আধ খাওয়া চকোলেটের প্যাকেট নিয়ে দর্শকদের দেখতে এলেন বাংলাদেশ দলের অধিনায়ক তপু বর্মণ। কাচঘেরা দরজা দিয়ে দেখলেন, তখনও বাংলাদেশ বাংলাদেশ বলে চীৎকার করছেন দর্শকরা। কেউ কেউ তপু তপু বলেও স্লোগান দিচ্ছেন।

প্রথম ম্যাচে মালদ্বীপের বিপক্ষে হারটা কিছুতেই মানতে পারেননি তপু বর্মণ। পাপন সিংয়ের শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের এই জয়ে তাই যেন স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন এই ডিফেন্ডার। ড্রেসিংর রুমের সামনে দাঁড়িয়ে সকাল সন্ধ্যাকে তিনি বলেন, “এই জয়টা আমাদের জরুরি ছিল। কারণ আমাদের ঘরের মাঠে খেলা। সত্যি বলতে আমরা আজ আমাদের সমর্থকদের জন্য খেলেছি। এমনিতে সবাই খুশি। আরও একটু ভালো লাগত যদি প্রথম ম্যাচ জিততাম। তাহলে সিরিজও জিততাম। তারপরও আমার কাছে ভালো লাগছে। স্টেডিয়ামে যারা এসেছে সবাই রোমাঞ্চিত।”

ম্যাচের ২৩ মিনিটে তপু বর্মণের ভুলেই গোল খেয়ে বসে বাংলাদেশ। কিন্তু কখনোই তপুর মনে হয়নি ম্যাচটি হাতছাড়া হতে পারে, “এটা সত্যি ১-০ তে পিছিয়ে থেকেও মনে হয়েছে ম্যাচ জিতব। কখনও মনে হয়নি এই ম্যাচে আমরা হারব। কারণ শেষ ম্যাচে আমরা অনেক সুযোগ পেয়েছি। আজকের ম্যাচও তেমন আক্রমণাত্মক মেজাজে খেলেছি। কোচের গেম প্লান যেমন ছিল, নির্দেশনা যেমন ছিল ওটা মাঠে সঠিকভাবে পালন করেছি। যে কারণে আমাদের রেজাল্ট হয়েছে।”

মজিবর রহমান জনির গোলে সমতায় ফেরে বাংলাদেশ।

আগামী বছর মার্চে এশিয়ান কাপে খেলবে বাংলাদেশ। বছর শেষে এই জয়টা তাই আত্মবিশ্বাস দেবে দলকে, এমনটাই মনে করেন তপু, “এই জয়টা অবশ্যই আমাদের আত্মবিশ্বাস দেবে । আমার কাছে মনে হয় যারা সমর্থক আছে এই জয়টা তাদেরও আত্মবিশ্বাস বাড়বে আমাদের প্রতি। কারণ খেলায় সমর্থন জরুরী। আত্মবিশ্বাসও জরুরী। আমার মনে হয় এই জয়টার কারণে দুই পক্ষই অনুপ্রাণীত হবো ও আত্মবিশ্বাস পাবো।”

ম্যাচের শুরুতে করা নিজের ভুল নিয়েও অনুতপ্ত তপু, “আমার ভুলে গোল হলেও চেষ্টা করেছি সেখান থেকে ম্যাচে ফিরতে। এবং শেষ পর্যন্ত আমরা জয় নিয়েই মাঠ ছেড়েছি।”

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত