Beta
শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫
Beta
শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫

ওয়াশিংটনে আমন্ত্রণ তারেক রহমানকেও; কী এই ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান
[publishpress_authors_box]

যুক্তরাষ্ট্রে ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট’ এ আমন্ত্রণ দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও পেয়েছেন বলে বিএনপি জানিয়েছে।

তার সঙ্গে দলের আরও দুই নেতা মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীও আমন্ত্রণ পেয়েছেন বলে শনিবার জানায় দলটি।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান সাংবাদিকদের বলেছেন, শুক্রবার যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘পক্ষ থেকে দেওয়া’ আমন্ত্রণপত্র তিনটি পৌঁছেছে ঢাকায়।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও আমীর খসরু মাহমুদ চৌধুরী ঢাকায় থাকলেও তারেক রহমান রয়েছেন যুক্তরাজ্যে। চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াও এখন সেখানে।

ওয়াশিংটনের এই অনুষ্ঠানে তারা তিনজনই যাবেন কি না, সে বিষয়ে বিএনপির পক্ষ থেকে স্পষ্ট করে কিছু বলা হয়নি।

বাংলাদেশে গত দেড় দশক ক্ষমতায় থাকা আওয়ামী লীগ সরকারের পতন ঘটার পর রাজনীতিতে বিএনপির গুরুত্ব বেড়েছে। তার মধ্যেই ওয়াশিংটনে অনুষ্ঠানে আমন্ত্রণের খবর এল।

আগামী ৬ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট’ অনুষ্ঠিত হবে।

এটি একটি বার্ষিক অনুষ্ঠান, যা যুক্তরাষ্ট্রের কংগ্রেস সদস্যদের পক্ষ থেকে ৭০ বছর ধরে আয়োজন করে আসছিল খ্রিস্ট ধর্মীয় প্রতিষ্ঠান ক্রিশ্চিয়ান অর্গানাইজেশন অব ফেলোশিপ ফাউন্ডেশন।

তবে ২০২৩ সাল থেকে এটি আয়োজনের জন্য গঠন করা হয় ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট ফাউন্ডেশন।

ডোনাল্ড ট্রাম্প গত মেয়াদে প্রেসিডেন্টের দায়িত্ব পালনকালে ২০১৭ সালের ২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে ভাষণ দিয়েছিলেন।
ডোনাল্ড ট্রাম্প গত মেয়াদে প্রেসিডেন্টের দায়িত্ব পালনকালে ২০১৭ সালের ২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে ভাষণ দিয়েছিলেন।

১৯৫৩ সাল থেকে এই অনুষ্ঠান হচ্ছে। নিয়ম হচ্ছে, প্রতি বছরের ফেব্রুয়ারি মাসের প্রথম বৃহস্পতিবার ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট হবে।

এই অনুষ্ঠানে সারাবিশ্বের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক গুরুত্বপূর্ণ ব্যক্তিরা আমন্ত্রণ পেয়ে থাকে। সেখানে ভাষণ, আলোচনা চলে, যা শেষ হয় নৈশভোজ ও প্রার্থনার মধ্য দিয়ে।

২০২৩ সালে ১০০টির বেশি দেশের সাড়ে তিন হাজার অতিথি এই অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েছিলেন।

এই আয়োজনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কোনও সংযোগ না থাকলেও দেশটির প্রেসিডেন্টরা তাদের মেয়াদকালে একবার হলেও এই অনুষ্ঠানে যোগ দেন।

ডোনাল্ড ট্রাম্প গত মেয়াদে প্রেসিডেন্টের দায়িত্ব পালনকালে ২০১৭ সালের ২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে ভাষণ দিয়েছিলেন।

মাঝে একবার হারের পর পুনরায় প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া ট্রাম্প আগামী ২০ জানুয়ারি দায়িত্ব নিতে যাচ্ছেন।  

প্রেসিডেন্টের বাইরে আরেকজনও থাকেন এই অনুষ্ঠানে বিশেষ বক্তা। তবে তার নাম অনুষ্ঠান শুরুর আগে প্রকাশ না করার রীতি রয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত