দুর্বার রাজশাহী এখন দুর্বল। চিটাগং কিংসের কাছে তারা হেরেছে ১১১ রানের বড় ব্যবধানে। নতুন অধিনায়ক হয়েও তাসকিন আহমেদ ফেরাতে পারলেন না সৌভাগ্য। সোমবার চিটাগং কিংসের ১৯১ রানের জবাবে মাত্র ৮০ রানে অলআউট হওয়ার দায়টা দলের ওপরই দিলেন তাসকিন।
নিজের দলকে দুর্বলও বলছেন তাসকিন, ‘‘আমাদের দলটা একটু দুর্বল। কোয়ালিটিফুল প্লেয়ারের অভাব আছে। যারা আছে তারাও ভালো। তুলনামূলক একটু দুর্বল। এর মধ্যে খারাপ দিন গেলে তো বুঝেনই। ৩ ম্যাচ বাকি আছে ২ ম্যাচ জিতলেও চান্স আছে।’’
এনামুল হক বিজয়ের বদলে ম্যাচের কয়েক ঘণ্টা আগে অধিনায়ক করা হয় তাসকিনকে। এটাকে ম্যানেজমেন্টের ব্যাপার বললেন তিনি, ‘‘এটা আসলে ম্যানেজমেন্ট এবং মালিকের কল। বিজয় ভাইয়ের সাথে তো আমি অনেকদিন ধরে খেলছি অনূর্ধ্ব-১৯ থেকে। সবাই মিলেই সিদ্ধান্ত নিয়েছে যে এই কয়টা ম্যাচ তুমি করো তাই করা।’’
এবার আইপিএলে দল পাননি তাসকিন। পিএসএল ড্রাফট থেকেও কেউ কেনেনি তাকে। তিনি হতাশ কিনা? এমন প্রশ্নে তাসকিন বললেন, ‘‘হতাশার কী আছে? সবচেয়ে বড় বিষয় হলো, আমি যদি নিজের দেশকে ভালোমতো সেবা দিতে পারি, যেখানেই খেলি, যদি ভালো করতে পারি, সুযোগ অনেক আসবে। এর আগে তো তিনবার আইপিএলে সুযোগ পেয়েও যেতে পারিনি। হতাশাজনক হলে তো এত দিনে গলায় দড়ি দিয়ে মরে যাওয়ার কথা।’’
তবে এখনও পিএসএলে দল পাওয়ার আশা ছাড়েননি তাসকিন, ‘‘আসলে যেহেতু ড্রাফটে দল পাইনি, কারও বদলি হিসেবে প্রয়োজন পড়লে নিতেও পারে। পিএসএলের ক্ষেত্রেও একই বিষয়। ব্যক্তিগতভাবে আমার সঙ্গে কারও কথা হয়নি।’’