মুখের কথা যখন ফলে যায় তখন কেমন লাগে? অবশ্যই সেই অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয়, শুধু ঘটনাটাই বলা যায় সবাইকে। সেই স্মরণ করে অন্য রকম ভালো লাগায় ভেসে যাওয়া যায়। বৃহস্পতিবার সেই রকম একটি দিন কেটেছে তাসকিন আহমেদের। ড্রেসিংরুমে যা বলে এসেছেন ঠিক তাই ফলে গেছে মাঠে।
সংবাদ সম্মেলনে এসে তাসকিন নিজেই শেয়ার করলেন মজার ঘটনাটি। বলেছেন, “আজকে আমার সাত উইকেট পাওয়ার একটা মজার ঘটনা আছে। ড্রেসিংরুমে আমাদের ম্যাসাজ ম্যান আনোয়ার আমাকে বলছিল ভাই আপনি আজকে চার উইকেট পাবেন। আমি বললাম চাচ্ছিস যখন বেশিই চা, আট উইকেটও তো পেতে পারি। এখন তো দেখি সাত উইকেট পেয়ে গেলাম (হাসি)।”
অন্য কেউ হলে এমন সাত উইকেট পেয়ে যাওয়ার ঘটনাকে অবিশ্বাস্য বলতেন। এমন হবে তা নিজের ভাবনার বাইরে রাখতেন। কিন্তু তাসকিন সেই ধাতুর নন। ক্যারিয়ারকে পরিশ্রম করে কক্ষপথে নিয়ে আসা তাসকিন জানালেন সাত উইকেট পাওয়ার বিশ্বাসটা তার ছিল।
টি-টোয়েন্টিতে বাংলাদেশের সেরা ফিগার শিকারী বলেছেন, “বিশ্বাস ছিল সাত উইকেট পাব। নাহলে হইলো কি করে! আসলে আমি খুশি অন্য কারণে। যা করতে চাচ্ছি সেটা করতে পারছি। ভালো বোলিং করাটা গুরুত্বপূর্ণ। উইকেট কম বেশি হবেই। যা করতে চাচ্ছি সেটায় সফল হওয়াতে আমি বেশি খুশি।”
ক্যারিয়ার জুড়ে অনেকবার ফিল্ডারের ক্যাচ মিসের কারণে উইকেট মিস হয়েছে তাসকিনের। সেই স্মৃতি টেনেই ভাগ্যের কথা টানলেন এই পেসার। সৌভাগ্য নিয়ে বিপিএলের ইতিহাস হতে পেরে তার গর্ব বেশি, “উইকেট নিতে হলে ভাগ্যও লাগে। ৫ উইকেট যে কোন ফরম্যাটে স্পেশাল। আজকে ভাগ্য এবং আমার পরিকল্পনা একসঙ্গে ছিল। ভালো লাগছে যে আমি বাংলাদেশের ছেলে। এই টুর্নামেন্টের ইতিহাসের সঙ্গে আমার নামটা থাকবে। এটা আমার জন্য গর্বের।”
তাসকিন বারবাই বলছেন যা করতে চাচ্ছেন তাই হচ্ছে। এর কারণ ব্যখ্যাও করলেন বাংলাদেশ পেসার, “আমার সবচেয়ে ভালো লেগেছে লিটনকে আউট করার উইকেটটা। আমি এমন ডিলেভারি দিয়েছি যে ওই বলে যে কোন ব্যাটারকে ব্যাট নিতেই হতো। ও ব্যাট নিয়েছে এবং আমার পরিকল্পনা মতো আউট হয়েছে। আসলে সব উইকেটই ভালো লাগার, কারণ কষ্ট করে পেতে হয়। যখন পরিকল্পনায় সফল হই তখন ভালো লাগে।”
একটা সময় হারিয়ে যেতে বসা তাসকিন এখন দেশের সেরা পেসার। পেস আক্রমণের নেতৃত্ব দিচ্ছেন। সফল হচ্ছেন নিয়মিত। সবার কাছেই শুধু নয় স্রষ্ঠার কাছেও ফিট থেকে এমন ভালো কিছু পেয়ে যাওয়ার দোয়া চাইলেন।