Beta
শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫
Beta
শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫

উইজডেনের বর্ষসেরা দলে তাসকিন, ভারত-অস্ট্রেলিয়ার কেউ নেই

taskin-98
[publishpress_authors_box]

২০২৪ সাল ছিল টি-টোয়েন্টির বছর। কারণ এ বছর ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে বসেছিল টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। ওয়ানডে হয়েছে, তবে সংখ্যার বিচারে কোনও কোনও দল তিনটির বেশি ৫০ ওভারের ম্যাচ খেলেনি। তবে যা খেলা হয়েছে, সেই বিচারে ২০২৪ সালের ওয়ানডের বর্ষসেরা একাদশ গড়েছে উইজডেন। ক্রিকেটবিষয়ক বিখ্যাত সাময়িকীর গড়া একাদশে রয়েছেন বাংলাদেশের তাসকিন আহমেদ।

ওয়ানডে ক্রিকেটের জন্য গত বছরটা ছিল অদ্ভূত। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের পর বেশিরভাগ দল টি-টোয়েন্টি খেলেছে, কারণ ২০২৪ সালে ছিল টি-টোয়েন্টি বিশ্বকাপ। কুড়ি ওভারের ক্রিকেট লড়াই শেষ হওয়ার পর দলগুলো নেমে পড়ে টেস্টের লড়াইয়ে। লক্ষ্য, ২০২৫ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে জায়গা পাওয়া।

ফলে ২০২৪ সালে সংখ্যার বিচারে এক দলের সঙ্গে অন্য দলের পার্থক্য অনেক। যেমন শ্রীলঙ্কার ১৮ ওয়ানডের বিপরীতে গত বছর ভারত ও নিউজিল্যান্ড খেলেছে মাত্র তিনটি করে ম্যাচ। উইজডেনের একাদশেও সেটির ছাপ। ‘বিগ থ্রি’ হিসেবে পরিচিত ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া মিলিয়ে মাত্র একজন ক্রিকেটার আছেন বর্ষসেরা একাদশে। তিনি ইংল্যান্ডের লিয়াম লিভিংস্টোন। অর্থাৎ, ভারত ও অস্ট্রেলিয়ার কোনও প্রতিনিধি নেই।

গত বছর বাংলাদেশ খেলেছে ৯টি ওয়ানডে। এর মধ্যে তাসকিন খেলেছেন ৭টি। তবে এই কয়েক ম্যাচে নিজের সামর্থ্য ও দক্ষতা দেখিয়েছেন ডানহাতি পেসার। ৭ ম্যাচে তার ১৪ উইকেট। বছরের প্রথম সিরিজে শ্রীলঙ্কার বিপক্ষে ৩ ম্যাচে নিয়েছিলেন ৮ উইকেট।

বর্ষসেরা একাদশে সবচেয়ে বেশি খেলোয়াড় শ্রীলঙ্কার। ওপেনার পাথুম নিসাঙ্কার সঙ্গে রয়েছেন কুশল মেন্ডিস ও ভানিন্দু হাসারাঙ্গা। দুজন করে আছেন পাকিস্তান (সাইম আয়ুব ও শাহিন শাহ আফ্রিদি), ওয়েস্ট ইন্ডিজ (কেসি কার্টি ও শেরফান রাদারফোর্ড) ও আফগানিস্তানের (আজমতউল্লাহ ওমরজাই ও আল্লাহ গাজানফার)।

উইজডেনের বর্ষসেরা ওয়ানডে একাদশ: সাইম আয়ুব, পাথুম নিসাঙ্কা, কেসি কার্টি, কুশল মেন্ডিস (উইকেটকিপার), আজমতউল্লাহ ওমরজাই, লিয়াম লিভিংস্টোন, শেরফান রাদারফোর্ড, ভানিন্দু হাসারাঙ্গা, শাহিন শাহ আফ্রিদি, আল্লাহ গাজানফার, তাসকিন আহমেদ।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত