Beta
বুধবার, ১ জানুয়ারি, ২০২৫
Beta
বুধবার, ১ জানুয়ারি, ২০২৫

সাংবাদিকদের অস্থায়ী পাস সোমবার থেকে

সচিবালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নাহিদ হোসেন। ছবি : বাসস
সচিবালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নাহিদ হোসেন। ছবি : বাসস
[publishpress_authors_box]

সচিবালয়ে প্রবেশে সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিলের ঘোষণা দেওয়ার পর এবার অস্থায়ী পাস দেওয়ার সময় ঠিক করে দিল সরকার।

সোমবার থেকে সাংবাদিকদের অস্থায়ী পাস দেওয়া হবে বলে রবিবার জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ হোসেন।

সচিবালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় অ্যাক্রিডিটেশন কার্ড পুনর্মূল্যায়ন করছে। শিগগিরই নতুন করে স্থায়ী/অস্থায়ী অ্যাক্রিডিটেশন কার্ড ইস্যু বা পাস করা হবে।

এর আগে শুক্রবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরীর সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশ সচিবালয়ে সাংবাদিকসহ অন্যান্য পাসধারীদের প্রবেশ পাস বাতিল করেছে সরকার।

এতে বলা হয়, বাংলাদেশ সচিবালয়ের সার্বিক নিরাপত্তা বৃদ্ধির স্বার্থে সচিবালয়ে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের অনুকূলে ইস্যুকৃত স্থায়ী প্রবেশ পাস (ডিজিটাল অ্যাকসেস কন্ট্রোল সিস্টেম) এবং সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য ইস্যুকৃত অস্থায়ী প্রবেশ পাস ব্যতীত সব ধরনের অস্থায়ী (বেসরকারি ব্যক্তিবর্ণের জন্য) সচিবালয় প্রবেশ পাস বাতিল করা হলো।

এছাড়া সাংবাদিকদের ইস্যু করা অ্যাক্রিডিটেশন কার্ডও পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাতিলের আদেশ দেওয়া হয়।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত