ইউরোপিয়ান আদলে মৌসুমের মধ্যবর্তী দলবদলের মাঝেই চলবে লিগের খেলা। এটা বাংলাদেশের প্রেক্ষাপটে নতুন ঘটনা। তবে এটা পেশাদার লিগ কমিটির সিদ্ধান্ত নয়, এই উপ কমিটি ও জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির দুই চেয়ারম্যান মিলেই নিয়েছেন এই সিদ্ধান্ত।
কারণ জাতীয় দলের খেলার চাপ। ২৫ মার্চ এশিয়ান কাপ বাছাইপর্বে ভারতের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচকে সামনে রেখে শুরু হবে জাতীয় দলের ক্যাম্প। ওই ম্যাচ ও ঈদের বিরতি মিলিয়ে লিগের দ্বিতীয় পর্ব শুরুর কথা ছিল এপ্রিলের প্রথম সপ্তাহে। এশিয়ান কাপ বাছাইয়ের বাস্তবতায় সেটা এগিয়ে এসেছে।
আগামী ২৫ জানুয়ারি শেষ হবে প্রিমিয়ার লিগের প্রথম পর্ব। মধ্যবর্তী দলবদলের তারিখ ছিল ৫ ফেব্রুয়ারি থেকে ৫ মার্চ পর্যন্ত। নতুন সিদ্ধান্ত অনুযায়ী এটা এগিয়ে এনে করা হয়েছে ১ ফেব্রুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারি। এই দলবদলের মধ্যেই হবে দশম ও একাদশ রাউন্ডের খেলা। লিগ কমিটির কোনও সভা না করেই এই সিদ্ধান্ত নিয়েছেন পেশাদার লিগ কমিটির চেয়ারম্যান ইমরুল হাসান ও জাতীয় দল কমিটির চেয়ারম্যান ও বাফুফে সভাপতি তাবিথ আউয়াল মিলে। দু জনের স্বাক্ষরেই ক্লাবগুলোকে নতুন সিদ্ধান্ত জানানো হয়েছে।
ফেব্রুয়ারিতে প্রিমিয়ার লিগের দুই রাউন্ডের জন্য চূড়ান্ত খেলোয়াড় তালিকা জমা দেওয়ার সময় নির্ধারণ করা হয়েছে ১ থেকে ১০ ফেব্রুয়ারি। এরপর মধ্যবর্তী দলবদল শেষে লিগের পরের রাউন্ডের জন্য নতুন করে খেলোয়াড় তালিকা জমা দেওয়ার সুযোগও রাখা হয়েছে।
যদিও এমন সিদ্ধান্তে অসন্তষ্ট অনেক ক্লাব। ব্রাদার্স ইউনিয়নের ম্যানেজার আমের খান বলেন, “আমরা এমন নিয়ম আগে কখনও দেখিনি। বলা হচ্ছে ইউরোপের সঙ্গে মিল রেখে এই নিয়ম। কিন্তু আমাদের ক্লাবগুলো কি ইউরোপের মানের? আমাদের দেশের বেশিরভাগ দল মধ্যবর্তী দলবদলে একটু সময় নিয়ে বদলি ফুটবলার খুঁজি। কিন্তু এবার সেই সময়টুকু আমরা পাচ্ছি না।”