ঘরোয়া ফুটবল মৌসুম শুরু হওয়ার কথা ছিল ১১ অক্টোবর। বসুন্ধরা কিংস-মোহাডোনের চ্যালেঞ্জ কাপ ম্যাচ দিয়ে মাঠে গড়ানোর কথা ছিল ফুটবল মৌসুম। কিন্তু দেড় মাস পিছিয়ে গেল চ্যালেঞ্জ কাপ। নভেম্বর মাসের শেষ সপ্তাহে শুরু হতে পারে ঘরোয়া ফুটবল। মঙ্গলবার পেশাদার লিগ কমিটির জরুরি সভায় নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত।
২৬ অক্টোবর হবে বাফুফে নির্বাচন। এই নির্বাচনের পর সব স্ট্যান্ডিং কমিটিও পরিবর্তন হবে। নতুন মৌসুম শুরুর সিদ্ধান্ত স্বাভাবিকভাবেই নতুন কমিটি নেবে।
মৌসুম পিছিয়ে যাওয়ার কারণ হিসেবে ভেন্যু প্রস্তুত নয় বলে দাবি করেছেন লিগ কমিটির চেয়ারম্যান ইমরুল হাসান, “আসন্ন মৌসুমের জন্য আমরা যে ভেন্যুগুলো ঠিক করেছিলাম, সেগুলো এখনও প্রস্তুত হয়নি। যেহেতু ভেন্যুগুলো প্রস্তুত নয়, তাই ক্লাবগুলোর আবেদন এবং সামগ্রিক প্রেক্ষাপটে ১১ অক্টোবরের পরিবর্তে নভেম্বরের শেষদিকে মৌসুম শুরুর সিদ্ধান্ত হয়েছে।”
৫ আগস্ট আন্দোলন পরবর্তী সময়ে নতুন সরকার পরিবর্তনের প্রভাব পড়েছে দেশের ক্রীড়াঙ্গনে। ফুটবল ক্লাবগুলোর দাবি ছিল মৌসুম একটু দেরিতে শুরু করার। বাফুফে সেই দাবিতে প্রথমে ৪ অক্টোবর এবং পরে ১১ অক্টোবর থেকে মৌসুম শুরুর সিদ্ধান্ত নেয়। কিন্তু এবার ফুটবল মৌসুম পেছানোর কারণে স্বাভাবিকভাবে ক্লাবগুলোর খরচও আরও বেড়ে যাবে।