Beta
শুক্রবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৫
Beta
শুক্রবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৫

বিদ্রোহী নারী ফুটবলারদের চিঠিটি লেখেন সুমাইয়া

Pন336
[publishpress_authors_box]

বৃটিশ কোচ পিটার বাটলারের বিরুদ্ধে আনা নানা রকমের অভিযোগ সংবলিত একটি চিঠি গণমাধ্যমকে দেওয়া হয় বিদ্রোহী ফুটবলারদের পক্ষ থেকে। যদিও গণমাধ্যমের কাছে যে চিঠি দেওয়া হয় সেটা ছিল বাংলায়। কিন্তু চমৎকার গোছানো ওই একই চিঠি ইংরেজিতে লিখে বাফুফে সভাপতি তাবিথ আউয়াল বরাবর দেওয়া হয়। গুঞ্জন ছিল চিঠিটি লিখে দিয়েছেন বাফুফের সাবেক টেকনিক্যাল ডিরেক্টর পল স্মলি।

কিন্তু রবিবার সন্ধ্যায় তদন্ত কমিটির মুখোমুখি হয়ে সেই চিঠিটি লেখার কথা স্বীকার করেছেন জাতীয় দলের ফুটবলার মাতসুসিমা সুমাইয়া। প্রথম দফায় তদন্ত কমিটির সামনে জবানবন্দি দেওয়া ৭ ফুটবলারের একজন তিনি।

রবিবার সন্ধ্যা সাড়ে ছয়টার পর সাক্ষ্যগ্রহণ প্রক্রিয়া শুরু হয়। বিশেষ কমিটি একজন একজন করে ফুটবলারের কথা শুনেছেন। প্রথম ধাপে ছিলেন সাগরিকা ও সাথী। পরবর্তীতে সুমাইয়া, শিউলি আজিম, মনিকা চাকমা, সানজিদা ও সবার শেষে অধিনায়ক সাবিনা খাতুনের সঙ্গে কথা বলেছে বিশেষ কমিটি। কেউ ১৫ মিনিট আবার কেউ ১০ মিনিটের মতো ছিলেন বিশেষ কমিটির সামনে।

গণমাধ্যমে বাংলায় চিঠি দিলেও বাফুফে সভাপতির কাছে লিখিত অভিযোগ ইংরেজিতে দেওয়ায় চিঠির বিষয়টি নিয়ে খটকা লেগেছিল কমিটির কাছে। জাপানিজ বংশোদ্ভুত ফুটবলার সুমাইয়া ইংরেজিতে যে চিঠি লিখেছেন তিনি সেটা বলেছেন বিশেষ কমিটির সামনে। সেখানে ইংরেজিতেই কথা বলা শুরু করেন তিনি।

পুরো সময় ইংরেজিতেই কথোপকথন হয়েছে। সুমাইয়া সাবলীলভাবে ইংরেজিতে চিঠি পড়েছেন এবং কমিটির কাছে স্পষ্ট বলেছেন সতীর্থ ফুটবলারদের অনুরোধে তিনিই চিঠি লিখেছেন। জাপানিজ সংস্কৃতিতে বেড়ে উঠা এই ফুটবলার উদ্ভত পরিস্থিতি নিয়ে অনেক হতাশাও প্রকাশ করেছেন।

মনিকা, সাবিনা, শিউলি সবাই কোচের সঙ্গে তাদের দূরত্বের বিভিন্ন বিষয়গুলো তুলে ধরেন। চিঠির লিখিত অভিযোগের বাইরে বাটলারের কোচিংকালে নানা অসঙ্গতি কমিটির কাছে ব্যাখ্যা করেন। আবার কমিটিও কোনও কোনও পয়েন্ট প্রশ্ন করেছে। সোমবার বাকি ১১ জনেরই সাক্ষ্য গ্রহণের সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত