Beta
সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫
Beta
সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫
বললেন হাভিয়ের কাবরেরা

ভারতের ম্যাচেই বোঝা যাবে বাংলাদেশের সম্ভাবনা

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ হাভিয়ের কাবরেরা কথা বলেছেন বাফুফে ভবনে।
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ হাভিয়ের কাবরেরা কথা বলেছেন বাফুফে ভবনে।
[publishpress_authors_box]

আগামী ২৫ মার্চ ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়ান কাপের বাছাই শুরু হবে বাংলাদেশের। প্রথম ম্যাচটিকেই পাখির চোখে দেখতে চান জাতীয় দলের কোচ হাভিয়ের কাবরেরা।

ভারত ছাড়া ‘সি’গ্রুপের বাকি দুই দল সিঙ্গাপুর ও হংকং এগিয়ে বাংলাদেশের চেয়ে। বাছাইয়ের পথচলা কঠিন হবে, মানছেন এই স্প্যানিশ কোচ। তিনি বলেন, “ভারতের সঙ্গে খেলাটা অবশ্যই চ্যালেঞ্জের। আমরা ম্যাচ ধরে ধরে এগুতে চাই । এখানে যেহেতু একটা দল কোয়ালিফাই করবে, তাই কাজটা কঠিন হবে আমাদের জন্য। আমার মনে হয় ভারতের সঙ্গে প্রথম ম্যাচের পর বুঝতে পারব কতটা ভালো অবস্থানে আছি। এবং আমাদের সম্ভাবনা কতটুকু।”

ভারতের বিপক্ষে মাঠে লড়ছেন জামাল ভূঁইয়ারা।

ভারতের বিপক্ষে প্রথম লেগের ম্যাচটি বাংলাদেশ খেলতে পারে শিলংয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে। সেখানকার কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়াটা কঠিন হবে বলে মনে হচ্ছে না কাবরেরার। এই স্প্যানিশ কোচ বরং গুরুত্ব দিচ্ছেন, সৌদি আরবে গিয়ে প্রস্তুতি নেওয়ার দিকে, “ক্যাম্প শুরু নিয়ে আমাদের মধ্যে আলোচনা হয়েছে। ভারতের বিপক্ষে ম্যাচের আগে অতীতের মতো এবারও সৌদি আরবের ক্যাম্প করার সর্বোচ্চ চেষ্টা করব আমরা, যেটা আমাদের জন্য অতীতেও উপকারী ছিল।”

এশিয়ান কাপের বাছাই শুরুর আগে ৪ সপ্তাহ প্রস্তুতি নিতে চান বাংলাদেশ কোচ। নিবিড় অনুশীলনের জন্য আগের মতো এবারও ক্যাম্প করতে চান সৌদি আরবে। তবে সেখানে বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ মিডফিল্ডার হামজা চৌধুরীকে কবে পাওয়া যাবে, সে ব্যাপারে নিশ্চিত করে কিছু বলতে পারেননি।

আগামী ফিফা উইন্ডোতে ২২ থেকে ৩০ মার্চ হবে আন্তর্জাতিক ম্যাচ। কাবরেরার ধারণা, ফিফা উইন্ডো শুরু হলে লেস্টার সিটি হামজাকে ছাড়বে এবং তখন তিনি যোগ দিবেন ভারত ম্যাচের প্রস্তুতি ক্যাম্পে।

তিনি জানান,“ক্যাম্প শুরুর দিনক্ষণ নিয়ে এখনও নিশ্চিত নই আমি। আশা করি ফেব্রুয়ারিতে হবে। আসলে ম্যাচের আগে আমরা প্রস্তুতির জন্য অন্তত ৪ সপ্তাহ সময় পেতে চাই। হামজা কবে আসবে সে ব্যাপারে আমার মনে হয়, কর্তৃপক্ষ আপনাদেরকে সঠিক তথ্য দিতে পারবে, আমি আসলেই এ বিষয় জানি না। তবে, সম্ভবত ফিফা উইন্ডো যখন খুলবে তখন সে আসবে।”

ভারতের বিপক্ষে ম্যাচে খেলার আগে এভাবে কঠোর অনুশীলন করতে চায় বাংলাদেশ। ছবি: বাফুফে।

কাবরেরার সঙ্গে গত সপ্তাহে ২০২৬ সালের এপ্রিল পর্যন্ত নতুন চুক্তি করেছে বাফুফে। কোচিং স্টাফদের নিয়ে চলতি প্রিমিয়ার লিগ ও ফেডারেশন কাপের ম্যাচগুলো পর্যবেক্ষণ করেছেন কাবরেরা। সেখানে স্থানীয় অনেকের পারফরম্যান্স মুগ্ধ করেছে তাকে।

বিশেষ করে, বাংলাদেশ পুলিশ এফসির ফরোয়ার্ড আল আমিন লিগের প্রথম পর্বের ৮ ম্যাচে ৫ গোল করেছেন। জাতীয় দলের আক্রমণভাগের মূল অস্ত্র রাকিব হোসেন ৪ গোল করেছেন। উইঙ্গার মোহাম্মদ ইব্রাহিম নিজেকে ফিরে পাওয়ার আভাস দিয়েছেন ২ গোল করে। মজিবুর রহমান জনি, পিয়াস আহমেদ নোভার গোল ৩টি করে।

লিগে চমক দেখাচ্ছে মোহামেডান। ৮ ম্যাচের সবগুলো জিতে ২৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে সাদাকালোরা। বিদেশি র ছাড়াই আলো ছড়াচ্ছে আবাহনী, ১৯ পয়েন্ট নিয়ে তারা আছে দ্বিতীয় স্থানে। লিগ টেবিলে শিরোপাধারী বসুন্ধরা কিংসের ১৪ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে থাকাটা কাবরেরা দেখছেন ঘরোয়া ফুটবলে বাকবদল হিসেবে।

তিনি বলেন,“স্থানীয় কোচিং স্টাফদের নিয়ে ঘরোয়ার ম্যাচগুলো আমরা অনুসরণ করেছি। হাসান ও মেহেদী ফেডারেশন কাপের ম্যাচগুলো অনুসরণ করেছে। ঘরোয়ার ম্যাচগুলো দেখে আমি বসুন্ধরা কিংস ও মোহামেডান, আবাহনী, এমনকি ফর্টিসের স্থানীয় খেলোয়াড়দের নিয়ে খুশি। আমি বিশ্বাস করি, তারা যথেষ্ট ভালো করেছে।”

আবাহনী-মোহামেডান পয়েন্ট টেবিলের পাশাপাশি দেখতে পেয়ে খুশি কাবরেরা, “আবাহনী পুরোপুরি স্থানীয় ফুটবলারদের নিয়ে খেলছে। লিগ টেবিলে শীর্ষে আছে মোহামেডান, যেটা বাংলাদেশের ফুটবলের জন্যই ভালো। এটা ঠিক যে, এখানকার ফুটবল বাকবদলের মধ্য দিয়ে যাচ্ছে, বসুন্ধরা কিংসের পারফরম্যান্সের মান কমেছে, তা সত্ত্বেও স্থানীয় ফুটবলাদের পারফরম্যান্স নিয়ে আমি খুশি।”

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত