Beta
বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৫
Beta
বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৫

৭ মাসে এডিপি বাস্তবায়ন সবচেয়ে কম

SS-ADP-Implementation-241124
[publishpress_authors_box]

ডিসেম্বর মাসে কিছুটা গতি পাওয়ার পর জানুয়ারিতে ফের গতি হারিয়েছে উন্নয়ন কার্যক্রম। গত মাস জানুয়ারিতে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) বরাদ্দের মাত্র সাড়ে তিন শতাংশ বাস্তবায়ন হয়েছে।

সব মিলিয়ে চলতি ২০২৪-২৫ অর্থ বছরের জুলাই-জানুয়ারি সাত মাসে মোট বরাদ্দের মধ্যে ৫৯ হাজার ৮৭৭ কোটি টাকা বা ২১ দশমিক ৫২ শতাংশ বাস্তবায়ন করতে পেরেছে সরকার।

পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরীবিক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) বৃহস্পতিবার প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

আইএমইডির তথ্য অনুযায়ী, সাত মাসের হিসাবে এতো কম এডিপি বাস্তবায়ন এর আগে কখনও হয় নি। এর আগে এক অর্থ বছরের প্রথম সাত মাসে সবচেয়ে কম ২৭ শতাংশ বাস্তবায়ন হয়েছিল গত ২০২৩-২৪ অর্থবছরে।

চলতি ২০২৪-২৫ অর্থ বছরের বাজেটে ২ লাখ ৭৮ হাজার কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) অনুমোদন দেওয়া হয়। গত মাস জানুয়ারি পর্যন্ত সাত মাসে বরাদ্দ থেকে মোট ৫৯ হাজার ৮৭৬ কোটি টাকা ব্যয় করা সম্ভব হয়েছে উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনার জন্য।

জানুয়ারি এক মাসে সব মন্ত্রণালয় মিলে মাত্র ৯ হাজার ৮৭৪ কোটি টাকা বা ৩ দশমিক ৫৫ শতাংশ অর্থ ব্যয় করতে পেরেছে।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ডিসেম্বর পর্যন্ত বরাদ্দের ১৮ শতাংশ ব্যয় করা হয়েছিল। এরমধ্যে ডিসেম্বর মাসেই বাস্তবায়িত হয়েছিল প্রায় ৬ শতাংশ।

ডিসেম্বর মাসেইএক একনেক সভা পরবর্তী সংবাদ সম্মেলনে পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছিলেন, “জানুয়ারি মাস থেকে পরের ছয় মাসে এডিপি বাস্তবায়নের গতি আরও বাড়বে।”

তিনি বলেন, “আমরা পহেলাতেই প্রকল্পগুলো যাচাই-বাচাই করছিলাম। এখন থেকে প্রকল্প বাস্তবায়ন দ্রুততর হবে।”

কীভাবে প্রকল্প বাস্তবায়ন দ্রুত হবে- এ প্রশ্নে পরিকল্পনা উপদেষ্টা বলেছিলেন, “এই একনেকের মিটিংয়ে অনেক দ্রুত এবং বেশি (১০টি) প্রকল্প অনুমোদন করেছি। এভাবে প্রকল্প বাস্তবায়ন অনেক দ্রুততর হবে।

“তার একটা কারণ হলো- বেশ কিছু প্রকল্প এখন আসছে, যেগুলা আমাদের সময়ের নতুন প্রকল্প। আগেরগুলো অনেক যাচাই-বাছাই করতে হচ্ছিল। ফেরত পাঠাতে হচ্ছিল। আবার সংশোধন করতে হচ্ছিল। এই প্রথম আমাদের নিজেদের নতুন প্রকল্পগুলো আসা শুরু করেছে, বিশেষ করে স্থানীয় পর্যায়ের।”

চার মন্ত্রণালয় ও বিভাগের বাস্তবায়ন ৫ শতাংশের কম

অর্থ বছরের জানুয়ারি পর্যন্ত সাত মাসে পররাষ্ট্র মন্ত্রণালয় ১৪৩ কোটি টাকা বরাদ্দের বিপরীতে বাস্তবায়ন করেছে ০.৩৩ শতাংশ। স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ৪ হাজার ৯৩৬ কোটি টাকা বরাদ্দের বিপরীতে ব্যয় করেছে ০.৪০ শতাংশ। অভ্যন্তরীণ সম্পদ বিভাগ ৭৫৪ কোটি টাকার বরাদ্দ থেকে বাস্তবায়ন করেছে ১.৯০ শতাংশ এবং জাতীয় সংসদ সচিবালয় ১ কোটি ২৫ লাখ টাকা বরাদ্দ থেকে মাত্র ২.১৮ শতাংশ ব্যয় করেছে।

আরও ৭ মন্ত্রণালয় ও বিভাগের বাস্তবায়ন ১০ শতাংশের কম

এডিপি বাস্তবায়নে জড়িত ৫৬টি মন্ত্রণালয় ও বিভাগের মধ্যে সাতটি মন্ত্রণালয় ও বিভাগ অর্থ বছরের ৭ মাসে বরাদ্দের বিপরীতে ১০ শতাংশও বাস্তবায়ন করতে পারেনি।

এর মধ্যে স্বাস্থ্য সেবা বিভাগ ১১ হাজার ১৫৩ কোটি টাকার বরাদ্দের বিপরীতে বাস্তবায়ন করেছে ৫.১৫ শতাংশ। প্রধান উপদেষ্টার কার্যালয় ৩ হাজার ৭৪৪ কোটি টাকা বরাদ্দের বিপরীতে বাস্তবায়ন করেছে ৯.৬৬ শতাংশ। জন নিরাপত্তা বিভাগ ১ হাজার ৫৭৯ কোটি টাকা বরাদ্দের বিপরীতে বাস্তবায়ন করেছে ৭.২২ শতাংশ। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ১ হাজার ৪২৩ কোটি টাকা বরাদ্দের বিপরীতে বাস্তবায়ন করেছে ৯.১৬ শতাংশ।

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় ৮৫৭ কোটি টাকার বরাদ্দ থেকে বাস্তবায়ন করেছে ৭.৪১ শতাংশ। বাণিজ্য মন্ত্রণালয় ৭৩৯ কোটি টাকার বরাদ্দের বিপরীতে বাস্তবায়ন করেছে ৭.০৫ শতাংশ এবং ভূমি মন্ত্রণালয়ের ৬৬৬ কোটি টাকার বরাদ্দের বিপরীতে বাস্তবায়ন করেছে ৫.৩১ শতাংশ।

বড় ১৫ মন্ত্রণালয়ের বাস্তবায়ন গড় সাড়ে ২৩ শতাংশ

বেশি বরাদ্দ পাওয়ার ভিত্তিতে বড় ১৫ মন্ত্রণালয় ও বিভাগগুলো অর্থ বছরের প্রথমার্ধ পর্যন্ত ২৩ দশমিক ৫০ শতাংশ ব্যয় করতে পেরেছে।

এর মধ্যে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সর্বোচ্চ ৩৬ দশমিক ৫৫ শতাংশ, বিদ্যুৎ বিভাগ ৩৩ দশমিক ৬৪ শতাংশ, স্থানীয় সরকার বিভাগ প্রায় ৩০ শতাংশ, পানি সম্পদ মন্ত্রণালয় প্রায় ২৭ শতাংশ এবং কৃষি মন্ত্রণালয় ২৫ শতাংশ বাস্তবায়ন করেছে।

এছাড়া প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ২৩ শতাংশ, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় প্রায় ২৩ শতাংশ, রেলপথ মন্ত্রণালয় প্রায় ২০ শতাংশ, সেতু বিভাগ ১৮ শতাংশ, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় ১৮ শতাংশ, নৌ-পরিবহণ মন্ত্রণালয় প্রায় ১২ শতাংশ এবং স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ ৯ দশমিক ৬৬ শতাংশ বাস্তবায়ন করেছে।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত