Beta
বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৫
Beta
বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৫

জানুয়ারিতে দক্ষিণ এশিয়ান গেমস

bss
[publishpress_authors_box]

কয়েক দফা পিছিয়ে অবশেষে চূড়ান্ত হয়েছে দক্ষিণ এশিয়ান (এসএ) গেমসের পরবর্তী আসরের দিন ক্ষণ। মঙ্গলবার পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত সাউথ এশিয়ান গেমস ফেডারেশনের এক সভার সিদ্ধান্ত অনুযায়ী আগামী বছরের ২৩-৩১ জানুয়ারি অনুষ্ঠিত হবে এই গেমস।

সভায় বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের উপ-মহাসচিব আশিকুর রহমান মিকু ও নির্বাহী সদস্য সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর যোগ দেন। লাহোর থেকে সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর বলেন, “২৩-৩১ জানুয়ারি গেমসের সূচি নির্ধারণ হয়েছে। লাহোর, ফয়সালাবাদ ও ইসলামবাদ তিন শহরে গেমস অনুষ্ঠিত হবে। আজকের সভায় গেমসের ডিসিপ্লিনও চূড়ান্ত হয়েছে। কোন শহরে কোন ডিসিপ্লিন হবে এটা পরবর্তীতে অবহিত করবে৷।”

সভায় অনুমোদিত ডিসিপ্লিনগুলো হলো- ফুটবল, হকি , অ্যাথলেটিকস, সাঁতার, ভলিবল, বাস্কেটবল, হ্যান্ডবল, ক্রিকেট ( টি-টোয়েন্টি), আর্চারি, বক্সিং, ফেন্সিং, গলফ, জুডো, কারাতে, শুটিং, স্কোয়াশ, টেবিল টেনিস, তায়কোয়ান্দো, টেনিস, ট্রায়াথলন, ভারত্তোলন, কুস্তি, উশু, কাবাডি, রাগবি।

গুরুত্বপূর্ণ এই সভায় বাংলাদেশ ছাড়াও নেপাল, ভূটান, মালদ্বীপ ও শ্রীলঙ্কার অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রতিনিধি উপস্থিত ছিলেন। তবে স্বশরীরে না হলেও জুমে ভারত অলিম্পিক অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা অংশ নেন সভায়।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত